1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

কমল তাপমাত্রা! অবশেষে চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত বঙ্গে, কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া?

আত্রেয়ী সেন

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০৯:২২ এএম

কমল তাপমাত্রা! অবশেষে চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত বঙ্গে, কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া?
কমল তাপমাত্রা! অবশেষে চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত বঙ্গে, কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া? / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ প্রতীক্ষার অবসান হতে চলেছে। অবশেষে এল সেই সুখবর। এবার জাঁকিয়ে শীতের আমেজ পেতে চলেছে বঙ্গ বাসী। চলতি সপ্তাহেই শহরজুড়ে বজায় থাকবে শীতের মরশুম। সামান্য হলেও এবার শীতপ্রেমী মানুষের আফসোসের অবসান হতে চলেছে। 

মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে প্রায় গোটা রাজ্য। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বুধবার পর্যন্ত এই কুয়াশার দাপট থাকবে। আবার সপ্তাহের শেষে শীতের ৭২ ঘণ্টার একটা শীতের মিনি স্পেল চলতে পারে বলেও হাওয়া অফিস সূত্রে খবর। চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করবে।

মঙ্গলবার সকাল থেকেই কলকাতা শহরজুড়ে গাঢ় কুয়াশা। সকাল ৮ টার পর থেকে কুয়াশা কেটে আকাশ পরিষ্কার হবে। আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রার  পারদ নামতে শুরু করবে। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১ ডিগ্রির কাছাকাছি নেমে দাঁড়িয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের ন্যূনতম পরিমাণ ৪৭ শতাংশ। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহের শনি-রবিবারের মধ্যে কলকাতায় ১৩ ডিগ্রি বা তারও নীচে নেমে যেতে পারে তাপমাত্রার পারদ।

আবার শহর কলকাতার পাশাপাশি অন্যান্য জেলায় তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে পারে। কাজেই জাঁকিয়ে শীত উপভোগ করা এখনও শুধুই সময়ের অপেক্ষা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বিপরীত ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, জলীয় বাষ্পের দেওয়াল, ইত্যাদির কারণে এ রাজ্যে শীত বারবার বাধার সম্মুখীন হয়েছে। অথচ জাঁকিয়ে শীত উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। বৃহস্পতিবারের পর এই বৈপরীত্য কিছুটা হলেও কাটতে চলেছে। বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে দিনের বেলাতেও শীতের দাপট থাকবে বঙ্গে।

আরও পড়ুন