বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ দিনের শুরুটা রোদ ঝলমলে আকাশ দিয়ে হয়েছে। তবে, ভ্যাপসা গরম আগের থেকে অনেকটাই কম। সকালের পরিবেশটা বেশ ভালোই। তবে, এই ভালো লাগার রেশ বেলা গড়াতেই উধাও হয়ে যাচ্ছে। অস্বস্তি বাড়ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। এছাড়াও বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলেই জানা গিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার অর্থাৎ আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টড্র সম্ভবনা রয়েছে। এর পাশাপাশি কোথাও কোথাও আবার ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিনে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ, ন্যূনতম ৫৭ শতাংশ।
অন্যদিকে, এ বছর নির্ধারিত সময়ের আগেই দেশে প্রবেশ করছে বর্ষা। দেশে বর্ষা আসার স্বাভাবিক সময় ১ জুন। আই এম ডি সূত্রে জানা গিয়েছে, এ বছর তার আগেই বর্ষা ঢুকবে দেশে। নির্ধারিত সময়ের ৬ দিন আগে আগামী ২৭ মে কেরালায় বর্ষার প্রবেশ ঘটবে। উল্লেখ্য, দেশের মধ্যে সবার প্রথমে কেরালায় বর্ষা ঢোকে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই আন্দামান সাগরে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটেছে।
আপনার মতামত লিখুন :