প্রত্যেক মায়ের কাছেই তাঁদের সন্তানের চেয়ে প্রিয় কেউ নেই। আদরের সন্তানকে মানুষ করে তুলতে দিনরাত প্রাণপাত করে চলেন প্রতিটি মা। সন্তানকে ভালো রাখতে, সন্তানের সুখের জন্য যে কোনও স্বার্থত্যাগ করতেও প্রস্তুত থাকেন তিনি। মায়েদের আত্মত্যাগ, মমত্ব ও ভালোবাসার কোনও তুলনা হয় না৷ কীভাবে সন্তানকে আগলে রাখেন মা, সন্তানের জন্য কীভাবে অসম্ভবকেও সম্ভব করে ফেলতে পারেন, সেই কাহিনীও বারবার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
এবার সেরকমই একটি ভাইরাল নেটমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, মা ও সন্তানের অটুট বন্ধন। ভিডিওতে এক মহিলা তাঁর সন্তানকে কাঁধে করে নিয়ে হাঁটতে দেখা গিয়েছে। মায়ের পরনে লাল শাড়ি, মাথায় তাঁর ছাতা। কাঁধে সন্তানকে বসিয়েই বৃষ্টির মধ্যে রাস্তায় বেরিয়েছেন তিনি। এদিকে পায়ে তাঁর জুতো পর্যন্ত নেই।
বৃষ্টির রাস্তায় হেঁটে মা ও মেয়ে, দুজনের চোখেমুখেই চরম আনন্দ। দেখে বোঝাই যাচ্ছে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছেন ওই মা। তবে সন্তানের পা যেন সেই ভিজে রাস্তায় না পড়ে, সে দিকেও ছিল মায়ের নজর। অগত্যা মেয়েকে কাঁধে চাপিয়ে খালি পায়ে বেরিয়ে পড়েন তিনি।
ভিডিও শেয়ার করা হয়েছে জ়িন্দেগি গুলজ়ার হ্যয় নামক একটি পেজ থেকে। ক্যাপশনে লেখা, ‘মা-তো শেষ পর্যন্ত মা-ই হয়।’ খুব অল্প সময়ের মধ্যেই অসংখ্য মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও। আর হৃদয়স্পর্শী ভিডিওটি মন ছুঁয়ে নিয়েছে নেটিজেনদেরও।
ভিডিওটি মাত্র ১৮ সেকেন্ডের। কিন্তু এই ছোট্ট ভিডিওতেই সন্তানের প্রতি মায়ের এহেন ভালবাসা মন জিতে নিয়েছে সকলের।
আপনার মতামত লিখুন :