প্রত্যেক বাবা-মার কাছেই তাঁদের সন্তানের চেয়ে প্রিয় কেউ নেই। আদরের সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলতে দিনরাত প্রাণপাত করে চলেন তাঁরা। প্রতিটা বাবা-মা`ই চান তাঁদের সন্তান যেন জীবনের সাফল্যের চূড়া ছুঁতে পারে। আর সন্তান যখন সেই সাফল্য ছুঁয়ে ফেলে, তাঁদের আনন্দের অন্ত থাকে না।
এদিকে সন্তানদের ভাল কিছু করতে এবং সাফল্য পেতে উৎসাহিত করা প্রত্যেক মা-বাবারই দায়িত্ব। এবার ঠিক সেরকমই কাজ করতে দেখা গেল বাবা-মা`কে। মেয়ের বিরাট সাফল্যের জন্য সেরা চমক দিতে দেখা গিয়েছে বাবা-মাকে।
বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণিতে তার স্কুলে প্রথম হয়েছিল মেয়ে। NEET পরীক্ষায় সারা দেশে ৮৯৭ তম স্থান অর্জন করেছে। আর মেয়ের এই বিরাট সাফল্যের জন্য তাকে ‘সারপ্রাইজ’ দিয়ে চমকে দিলেন মা-বাবা। মেয়েকে একটি আইফোন উপহার দেন তাঁরা। যা পেয়ে রীতিমত উচ্ছ্বসিত মেয়েটি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। মেয়ের সাফল্য উপলক্ষে তার ১৮ তম জন্মদিনে বাবা-মা মেয়েকে একটি আইফোন উপহার দেন। মেয়েটি গত পাঁচ বছর ধরে তার মায়ের পুরনো ফোন ব্যবহার করছিল। সে তার বাবা-মায়ের কাছে কখনও কিছু দাবি করেনি। কিন্তু তার সাফল্যে গর্বিত বাবা-মা তাকে উপহার দেন আইফোন। আর ‘সারপ্রাইজ বক্স` খুলতেই মেয়েটি আইফোন দেখেই খুশিতে চিৎকার করে ওঠে।
এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। এখনও পর্যন্ত ৭ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন এই আবেগঘন ভিডিওটি। সকলেই ভিডিওর প্রশ্নগসায় পঞ্চমুখ।
আপনার মতামত লিখুন :