গাড়ির বনেটে শুয়ে একজন কনস্টেবল। ওই অবস্থায় তাঁকে টেনে নিয়ে যাওয়া হল প্রায় ৪ কিলোমিটার। ট্রাফিক হেড কনস্টেবল গাড়ি চালানোর সময় চালককে মোবাইল ফোনে কথা বলতে দেখে গাড়ি থেকে নামিয়ে দেন। সেই রাগেই এমন কাণ্ড ঘটান চালক। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে এখন নিন্দার ঝড় চারদিকে।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। একজন গাড়ি চালককে মোবাইল ফোনে কথা বলতে বাধা দেওয়ার জন্য চালককে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় এবং জরিমানা দিতে বলা হয়। তাতে অভিযুক্ত আরো রেগে যান এবং গাড়ি না থামিয়ে পালাতে চান।
সেই সময় ৫০ বছর বয়সী একজন ট্রাফিক হেড কনস্টেবল শিব সিং চৌহান বনেটের উপর লাফিয়ে পড়েন এবং গাড়ির বনেটে শুয়ে পড়েন। কিন্তু গাড়ি থামেনি। সেই অবস্থায় ৪ কিলোমিটার অবধি গাড়িটা চালিয়ে নিয়ে যাওয়া হয়। অন্য একজন কনস্টেবল গাড়ির পিছনে ছুতে তাকে বাঁধা দেওয়ার চেষ্টা করলেও কোন লাভ হয় না।
গাড়িটিকে থামাতে এবং চালককে হেফাজতে নিতে পুলিশকে গাড়িটিকে চারিদিক দিয়ে ঘিরে ফেলতে হয়। শেষ অবধি গাড়ির চালককে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে যে অভিযুক্ত গোয়ালিয়রের বাসিন্দা। অভিযুক্তের কাছ থেকে একটি পিস্তল এবং একটি রিভলভারও উদ্ধার করা হয়েছে।
ভিডিওটি শেয়ার করার পর নিন্দার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। এমন ঘটনার তীব্র সমালোচনা করে চালকের উপযুক্ত শাস্তি চাইছেন সকলে।
আপনার মতামত লিখুন :