1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

মর্মস্পর্শী দৃশ্য! সারমেয়র শেষকৃত্য সম্পন্ন করল সারমেয়রাই, দেখুন ভাইরাল ভিডিও

আত্রেয়ী সেন

প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ০৮:৩৯ পিএম

মর্মস্পর্শী দৃশ্য! সারমেয়র শেষকৃত্য সম্পন্ন করল সারমেয়রাই, দেখুন ভাইরাল ভিডিও
মর্মস্পর্শী দৃশ্য! সারমেয়র শেষকৃত্য সম্পন্ন করল সারমেয়রাই, দেখুন ভাইরাল ভিডিও

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ এমন দৃশ্য, সত্যিই ভাবা যায় না। এককথায় মর্মস্পর্শী। সারমেয়র শেষকৃত্য সম্পন্ন করল সারমেয়রাই। সম্প্রতি এমনই এক ভিডিও দেখে আবেগে ভাসলেন নেটিজেনরা। 

কুকুর প্রাণীদের মধ্যে এমন একটি প্রাণী, যা অত্যন্ত প্রভুভক্ত এবং সংবেদনশীলও বটে। আর তারই ছবি ফুটে উঠল ভাইরাল হওয়া ভিডিওতে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, একদল একটি কুকুরের মৃতদেহকে কবরে রেখে তার উপর মাটি চাপা দিয়ে দিচ্ছে। এভাবেই সেই কুকুরের দল তাদের প্রিয় সঙ্গীর শেষকৃত্যের দায়িত্ব নিজেরাই পালন করল। এই ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের। এবার একনজরে দেখে নিন, সেই ভাইরাল ভিডিও।  

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একটি কুকুরের দল তাদের সাধ্যমতো, তাদের মতো করেই বিদায় জানাচ্ছে, প্রিয় সঙ্গীকে। ভিডিওটি সকলকে ভাবিয়ে তুলেছে, চোখে জল এনে দিয়েছে নেটিজেনদের। এই ভিডিওটি নেট মাধ্যমে শেয়ার করেছেন আইএএস অফিসার অনীশ শরণ (Awanish Sharan)। তিনি কুকুরদের সেই অবাক করে দেওয়া কীর্তির ভিডিও, নিজের ক্যামেরায় বন্দী করেছেন, ক্যাপশনে লিখেছেন, ‘এগুলি কি আদৌ প্রাণী?’ অনীশ শরণ-এর এই প্রশ্নটি সত্যিই ভাবায়। বিশেষ করে যখন সমাজের উন্নত জীব মানুষ নিজেদের দায়িত্ব-কর্তব্য ভুলে যায়, মানবিকতা, বিবেক এইসব মানবিক গুণগুলির বিসর্জন দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এদের এই রূপ সত্যিই ভাবায়। কুকুরেরও যে হৃদয় বলে একটা বস্তু আছে, তা যেন এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। 

৪৫ সেকেন্ডের সেই ভিডিও দেখে আবেগে ভাসলেন নেটিজেনরা। ইতিমধ্যেই ভিডিওটির ভিউ প্রায় ১ লক্ষ ৫৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি ১২ হাজারেরও বেশি লাইক পেয়েছে ভাইরাল ভিডিওটি। বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিয়েছে নেটিজেনরা। যেমন একজন মন্তব্য করেছেন, ‘সকলের কাছেই এক, বন্ধু হারানোর কষ্ট’। আবার আর একজন লিখেছেন, ‘আমাদের অনেককে শিক্ষা দিয়ে গেল এই কুকুরগুলো।’

 

 

আরও পড়ুন