1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

এই না হলে বাবা! স্কুটির পিছনে বসে ছেলে, হাত দিয়ে আগলে রেখেছেন চালক বাবা, দেখুন ভিডিও

মৌসুমী মোদক

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ০৫:৪০ পিএম

এই না হলে বাবা! স্কুটির পিছনে বসে ছেলে, হাত দিয়ে আগলে রেখেছেন চালক বাবা, দেখুন ভিডিও
এই না হলে বাবা! স্কুটির পিছনে বসে ছেলে, হাত দিয়ে আগলে রেখেছেন চালক বাবা, দেখুন ভিডিও

প্রতি সন্তানই তার বাবা-মায়ের কাছে সবথেকে প্রিয়। সন্তানের সুখের জন্য প্রাণপাত করতেও পিছপা হন না বাবা-মা, সব সময় প্রস্তুত থাকেন। বিশেষ করে সন্তানের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেই জন্য যে কোনও আত্মত্যাগ করতেও পিছপা হন না। এবার সোশ্যাল মিডিয়ায় উঠে এল তেমনই এক বাবার ভিডিও। যা দেখে আবেগে ভেসে গেলেন নেটিজেনরা।

ঠিক কী দেখা যাচ্ছে সেই ভিডিওতে? সেখানে দেখা গিয়েছে, স্কুটি চালাচ্ছেন এক প্রাপ্ত বয়স্ক ব্যক্ত। আর পিছনে বসে রয়েছে এক শিশু। এদিকে সে ঘুমিয়ে পড়েছে এবং ঢুলছে। এক ঝলক দেখেই বোঝা যাচ্ছে, চলন্ত গাড়ি থেকে ঢুলে পড়ে যাওয়ার মারাত্মক আশঙ্কা রয়েছে। আর সেই অবস্থায় শিশুটিকে নিরাপদ রাখার চেষ্টা করছেন ওই স্কুটি চালক। যিনি শিশুটির বাবা।

শিশুটি যাতে পড়ে না যায়, তাই এক হাত দিয়ে স্কুটারের হাতল ধরে চালাচ্ছেন ওই ব্যক্তি। অন্য হাত নিজের পিঠের দিকে দিয়ে ধরে রয়েছেন শিশুটিকে। যাতে কোনও ভাবেই সে ঢুলতে ঢুলতে পড়ে না যায়। যথা সম্ভব ধীর গতিতে স্কুটারটি চালাচ্ছেন ব্যক্তি। কোনও ঝুঁকি নিচ্ছেন না। 

এই ভিডিওটি ভাইরাল হতেই অনেকেই সেই বাবার প্রশংসা করেছেন। তবে কেউ কেউ আবার উদ্বেগও প্রকাশ করেছেন। বলেছেন, এই ব্যক্তির প্রচেষ্টাটি খুবই ভালো, কিন্তু এভাবে গাড়ি চালানো কম বিপজ্জনক নয়। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই তা এড়াতে আরও সাবধান হওয়া উচিত।

তবে এই ঘটনা সকলের মন ছুঁয়ে নিয়েছে। অনেকেই বলেছেন, ছোটবেলায় তাঁদের বাবারাও এভাবেই তাঁদের আগলে রাখতেন। আসলে বাবারা তো এমনই হন! তাই না!

আরও পড়ুন