বংনিউজ২৪×৭ ডিজিটাল ডেস্কঃ সমাজ উন্নত হচ্ছে। কিন্তু লোপ পাচ্ছে মানবিকতা। অমানবিক আচরণের দরুন এবার প্রশ্নের মুখে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো। অভিযোগ, ছ’বছরের এক শিশু খিদের জ্বালায় রীতিমতো ছটফট করলেও মুখ ফেরায় ফ্লাইটের ক্রু মেম্বাররা। শিশুটিকে খাবার দিতে অস্বীকার করার অভিযোগ তুলে একটি ট্যুইট করেন শিশুটির বাবা। এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দায় মুখর হয়েছেন নেটিজেনরা।
ট্যুইটার হ্যান্ডেলে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন শিশুটির বাবা Dr. OBGYN। ইন্ডিগোকে ট্যাগ করে লিখেছেন, “আমার সন্তান খিদেতে ছটফট করছিল। আমি বিমান কর্মীদের অনুরোধ করি, টাকার বিনিময়ে হলেও খাবার দিতে। কিন্তু বারবার অনুরোধের পরেও তারা খাবার দিতে অস্বীকার করেন। জানান, আগে কর্পোরেট ক্লাইন্টদের খাবার দেওয়া হবে। সে খিদের জ্বালায় কান্নাকাটি শুরু করলেও তারা খাবার দিতে অসম্মত হন।”
নামকরা বিমান সংস্থার কর্মীদের এহেন আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। ট্যুইটটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দায় মুখর হয়েছে নেটপাড়া। পোস্টটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ইতিমধ্যেই ট্যুইটটির তিন হাজারেরও বেশি রি-ট্যুইট হয়েছে। ক্রু মেম্বারদের অমানবিক আচরণের বিরুদ্ধে সরব হয়েছে নেটিজেনরা। এমনকি অনেকেই তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।
বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে ইন্ডিগো সংস্থা। ড্যামেজ কন্ট্রোল করতে ইন্ডিগো`র তরফ থেকে একটি ট্যুইট করা হয়েছে। লেখা হয়েছে, “স্যার, আমরা বুঝতে পেরেছি আপনি কী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন। আশা করি আপনার সন্তান এখন সুস্থ ও নিরাপদ আছে। আমরা অবশ্যই বিষয়টি খতিয়ে দেখব এবং আগামীকাল আপনার রেজিস্টার্ড নম্বরে আপনার সঙ্গে যোগাযোগ করব।”
প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে ইন্ডিগোর বিরুদ্ধে আরও একটি অভিযোগ প্রকাশ্যে আসে। রাঁচি বিমানবন্দরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সহ একটি পরিবারকে বিমানে উঠতে বাধা দেওয়া হয় বিমান সংস্থার পক্ষ থেকে। ঘটনাটি ব্যাপক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়ও। ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। ডিজিসিএ-র পক্ষ থেকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয় এয়ারলাইন সংস্থার। এরই মাঝে ফের নয়া অভিযোগে মুখ পুড়লো ইন্ডিগোর।
আপনার মতামত লিখুন :