1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

বিমানবন্দরে অসুস্থ গর্ভবতী মহিলাকে সুস্থ করতে প্রাণপাত! ইন্ডিগো কর্মীর প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া

মৌসুমী মোদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ০৫:৪৪ পিএম

বিমানবন্দরে অসুস্থ গর্ভবতী মহিলাকে সুস্থ করতে প্রাণপাত! ইন্ডিগো কর্মীর প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া
বিমানবন্দরে অসুস্থ গর্ভবতী মহিলাকে সুস্থ করতে প্রাণপাত! ইন্ডিগো কর্মীর প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া

বিমান ছাড়তে তখনও বেশ খানিকটা দেরি। আচমকা বিমানবন্দরেই অসুস্থ হয়ে পড়লেন ৬ মাসের গর্ভবতী মহিলা! আর সঙ্গে সঙ্গে তাঁকে সুস্থ করতে প্রাণপাত করে দিলেন এক ইন্ডিগো কর্মী৷ নিজেই তৎপর হয়ে নিয়ে গেলেন চিকিৎসকের কাছে। ছুটলেন ওষুধের খোঁজেও। আর তাঁর তৎপরতার কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে ফিরলেন ওই গর্ভবতী মহিলা।

ঘটনাটি ওড়িশার ভুবনেশ্বর বিমানবন্দরের। বিমান ধরার জন্য সেখানে নিজের স্বামীর সঙ্গে আসেন মাস ছয়েক গর্ভবতী মহিলাটি। কিন্তু বিমান ছাড়তে বেশ দেরি করে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিমান ছাড়েনি। এই ভাবে কেটে যায় প্রায় তিন ঘণ্টা৷ এরপর যখন বিমান ছাড়ার তোড়জোড় শুরু হয়, তখনই অসুস্থ বোধ করতে শুরু করেন মহিলাটি।

বিমানবন্দরেই বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। যথারীতি চিন্তায় পড়ে যান স্বামীও। ঠিক কী করবেন বুঝে উঠতেন পারছিলেন না। ঠিক সেই সময়েই সাহায্যের হাত বাড়িয়ে দেন অভিষেক নামে ওই বিমান কর্মী।

অভিষেক প্রথমে মহিলাকে হুইলচেয়ারে বসিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শ মেনে প্রায় ৩ কিলোমিটার দূরে ওষুধের দোকান থেকে প্রয়োজনীয় ওষুধ এনে দেন। বেশ কিছু সময় পরে ওই মহিলা সুস্থ অনুভব করেন।

হিউম্যানস অফ বোম্বে ইনস্টাগ্রামে বিমানকর্মীর এই কাহিনী শেয়ার করতেই তা ভাইরাল। অনলাইনে ওই কর্মীর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।  মহিলার স্বামী পার্থ জানান, ‘বিমান ছাড়তে দেরি হওয়ার কারণে বিমানবন্দরেই অসুস্থ হয়ে পড়েন স্ত্রী। সঙ্গে সঙ্গেই সাহায্যের জন্য এগিয়ে আসেন বিমানকর্মী অভিষেক। তাকে আমি জানাই এই শহরে আমি কিছু চিনি না। উনি ডাক্তার দেখানো থেকে শুরু করে ওষুধ এনে দেওয়া সবটাই নিজে হাতে করে আমার স্ত্রীকে সুস্থ করেন। ওনার এই মহানুভবতাকে কুর্নিশ জানাই’।

এদিকে এই ব্যাপারে অভিষেকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা আমার কর্তব্য’।

আরও পড়ুন