সাধারণত নতুন গাড়ি বা নতুন বাইক কিনলে `বাহন পুজো` করানোর রীতি রয়েছে। তবে এবার গাড়ি-বাইক নয়, আস্ত এক হেলিকপ্টার কনে মন্দিরে পুজো করাতে নিয়ে গেলেন এক ব্যবসায়ী। যিনি আবার সম্পর্কে বিজেপি নেতার ভাই। সম্প্রতি এমনই দৃশ্যের সাক্ষী হল তেলেঙ্গানা। আর সেই ঘটনার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
নতুন কেনা হেলিকপ্টারের পুজো দিতে এলেন শ্রীলক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে এলেন তেলেঙ্গানার বিজেপি নেতা বিদ্যাসাগর রাওয়ের ভাই। যিনি আদতে এক বিরাট ব্যবসায়ী। দেশের অন্যতম দ্রুতগতিতে বাড়তে থাকা পরিকাঠামো নির্মাণকারী সংস্থা প্রতি গ্রুপের মালিক বইনপল্লি শ্রীনিবাস রাও।
সম্প্রতি তিনি হেলিকপ্টার কিনেছেন৷ আর এরপরই ওই ব্যবসায়ীকে দেখা গেল সপরিবারে আকাশে হেলিকপ্টার উড়িয়ে মন্দিরে গিয়ে পুজো দিতে। গাড়ি-বাইক নয়, হেলিকপ্টার পুজো দিতে যাওয়ার কাণ্ড ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ওই ব্যবসায়ী।
এই বিপুল দামি হেলিকপ্টারটির ‘বাহন পুজো’র ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে, তিনজন পুরোহিত অংশ নেন সেই পুজোয়। তাঁর পরিবারের সদস্যরাও সেখানে ছিলেন। সকলে মিলে তাঁরা অংশ নেন পুজোটিতে। যা দেখে চমকে গিয়েছেন সবাই।
জানা গিয়েছে, ওই হেলিকপ্টারের দাম ৫.৭ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় তা দাঁড়ায় ৪৭ কোটিতে। জানা গিয়েছে, লাইটওয়েট রোটোক্র্যাফ্ট H135 অত্যন্ত জনপ্রিয়। অন্য হেলিকপ্টারের থেকে অনেক বেশি মাল বইতে সক্ষম এই হেলিকপ্টার। এর রক্ষণাবেক্ষণের খরচও বেশ কম। অনেক উঁচুতে উড়তে পারে এই কপ্টার। উষ্ণ আবহাওয়াতেও উড়তে সক্ষম।
আপনার মতামত লিখুন :