এতদিন প্রাথমিকভাবে WhatsApp ব্যবহারকারীরা যেকোনো মেসেজের ক্ষেত্রে লাইক (Like), লাভ (Love), লাফ (Laugh), সারপ্রাইজড (Surprised), স্যাড (Sad) এবং থ্যাঙ্কস (Thanks) মোট ছয়টি রিঅ্যাকশন ব্যবহার করতে পারতেন। কিন্তু এখন মেসেজের রিঅ্যাকশন দেওয়ার জন্য নিজের পছন্দ মতো কীবোর্ডের যেকোনো ইমোজি ব্যবহার করা যাবে।
কোনো মেসেজে reaction দিতে চাইলে মেসেজটি কিছুক্ষন চেপে ধরলেই ছয়টি ইমোজিসমেত একটি বক্স স্ক্রিনে ভেসে উঠতো। তবে এবার এই নতুন আপডেটের ফলে রিঅ্যাকশন ট্রে-তে ছয়টি ইমোজির পাশাপাশি একটি ‘+’ সাইনও দেখা যাবে। এই ‘+’ বাটনটিতে ক্লিক করলেই ইউজাররা অন্যান্য ইমোজিগুলি দেখতে পাবেন, যেখান থেকে তারা তাদের পছন্দ অনুযায়ী কোনো একটি সিলেক্ট করে মেসেজের রিঅ্যাকশন দিতে পারবেন।
জানা যায় যে, দীর্ঘ চার বছর ধরে পরীক্ষানিরীক্ষা করার পর আই-মেসেজ, টুইটার (Twitter), ইনস্টাগ্রাম ও স্ল্যাক (Slack)-এর অনুরূপ ‘মেসেজ রিঅ্যাকশন’ নামক ফিচারটি চালু করে হোয়াটসঅ্যাপ, যাতে এখন নতুন একটি অপশন যুক্ত হল বলে জানিয়েছেন মেটা সংস্থা।
আপনার মতামত লিখুন :