1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

PAN কার্ড হারিয়ে ফেলেছেন? এই পদ্ধতিতে ডাউনলোড করে নিন e-pan কার্ড

সৌভিক বেজ

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ১১:৪২ পিএম

PAN কার্ড হারিয়ে ফেলেছেন? এই পদ্ধতিতে ডাউনলোড করে নিন e-pan কার্ড
PAN কার্ড হারিয়ে ফেলেছেন? এই পদ্ধতিতে ডাউনলোড করে নিন e-pan কার্ড

দুইটি পদ্ধতিতে e-pan কার্ড ডাউনলোড করা সম্ভব। রইল সেই পদ্ধতি- অনলাইনে e-PAN Card ডাউনলোড করার প্রক্রিয়া-
প্রথমে এনএসডিএল (NSDL)-এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন।

এখানে আপনি ই-প্যান কার্ড ডাউনলোড করার দুটি বিকল্প পাবেন, যার মধ্যে প্রথমটিতে অ্যাকনলেজমেন্ট (Acknowledgement) নম্বর এবং দ্বিতীয়টিতে প্যান কার্ড নম্বর ব্যবহার করার অপশন থাকবে৷ এক্ষেত্রে আপনার কাছে থাকা তথ্যের উপর ভিত্তি করে পছন্দমতো একটি অপশনে ক্লিক করুন।

Acknowledgement নম্বর ব্যবহার করে অনলাইনে e-PAN Card ডাউনলোড করার পদ্ধতি-
আপনি যদি প্রথম অপশনটি ব্যবহার করে অ্যাকনলেজমেন্ট নম্বরের মাধ্যমে ই-প্যান ডাউনলোড করতে চান, তাহলে – প্রথমে ওয়েবসাইটের নির্দিষ্ট স্থানে অ্যাকনলেজমেন্ট নম্বর লিখুন।

এরপর ক্যাপচা কোড লিখে জন্মতারিখের মত বিবরণ লিখুন। তারপর সাবমিট অপশনে ক্লিক করুন।
এতে আপনার ই-প্যান কার্ড পিডিএফ, ডিভাইসের স্ক্রিনে প্রদর্শিত হবে। এবার সেটি ডাউনলোড করতে পিডিএফ অপশনে ক্লিক করুন

আপনি যদি প্যান কার্ড নম্বরের মাধ্যমে ই-প্যান কার্ড ডাউনলোড করতে চান তবে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন-

সবার আগে ১০ সংখ্যার আলফানিউমেরিক প্যান কার্ড নম্বর লিখুন।
এখন আধার নম্বর, জন্ম তারিখ, জিএসটিএন (GSTN) এবং ক্যাচ কোডের মত বিশদ এন্টার করুন।
তথ্য জমা দিয়ে নির্দেশাবলী ভালো করে পড়ুন এবং তারপরে বক্সে টিক দিন।

ক্যাপচা এন্টার করুন এবং সাবমিট অপশনে ক্লিক করুন।এতে আপনি ই-প্যান কার্ড পিডিএফ স্ক্রিনে ডাউনলোড করার অপশন পাবেন।

আরও পড়ুন