1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

Pan-Aadhaar লিঙ্কের নিয়মে বদল! খরচ বাড়তে চলেছে দ্বিগুন

সৌভিক বেজ

প্রকাশিত: জুন ৩, ২০২২, ১১:৪৭ পিএম

Pan-Aadhaar লিঙ্কের নিয়মে বদল! খরচ বাড়তে চলেছে দ্বিগুন
Pan-Aadhaar লিঙ্কের নিয়মে বদল! খরচ বাড়তে চলেছে দ্বিগুন

যদিও বেশিরভাগ মানুষের pan ও আধার কার্ডের লিংক করা হয়ে গেছে। কিন্তু কেউ না করে থাকলে অবশ্যই করে নিন নাহলে বাতিল হয়ে পড়ে আপনার pan কার্ড। লিঙ্কের সময়সীমা 2022 সালের 31 মার্চ থেকে পিছিয়ে 2023 সালের 31 মার্চ পর্যন্ত করা হয়েছে। তবে এখন আর এই কাজটি বিনামূল্যে হচ্ছে না। 2022 সালের 1 এপ্রিল থেকে আধারের সঙ্গে PAN লিঙ্ক করতে 500 টাকা করে খরচ করতে হচ্ছে।

যেহেতু সময় অনেক পেরিয়ে গেছে তাই 1 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত আধারের সঙ্গে PAN সংযুক্ত করতে 500 টাকা জরিমানা দিতে হবে ব্যবহারকারীকে। এই সময়সীমা পার হলেই আরও সমস্যা, কারণ 1 জুলাই থেকে আধারের সঙ্গে PAN সংযোগে জরিমানা দিতে হবে 1000 টাকা। এই প্রক্রিয়াটি চলবে 2023 সালের 31 মার্চ পর্যন্ত।

কর গ্রহণকারী সংস্থা CBDT এর তরফ থেকে জানা গেছে, 2023 সালের 31 মার্চ পর্যন্ত করদাতাদের আধারের সঙ্গে PAN সংযোগের সুযোগ দেওয়া হচ্ছে। তবে প্রথম 3 মাস 500 টাকায় আধারের সঙ্গে PAN সংযুক্ত করা গেলেও 1 জুলাই এর পর থেকে এই খরচ বেড়ে দাঁড়াবে 1000 টাকা করে।

আরও পড়ুন