বর্তমান সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে প্রত্যেকেই অনেক বেশি স্মার্ট এবং আধুনিক হতে চাইছেন।সেরকমই একটি জিনিস হলো vip নম্বর এর ব্যবহার। প্রত্যেক কোম্পানিই কিছু কিছু vip নম্বর দিয়ে থাকে। কিন্তু তার জন্য দাম দিতে হয় সাধারণের থেকে ৩ গুন বা ৪ গুন।
কিন্তু এখন vi নিয়ে এলো সম্পূর্ণ বিনামূল্যে vip নম্বর এর পরিষেবা। কিভাবে পাবেন সেই নম্বর দেখে নিন একনজরে-
Vi এর ভিআইপি নম্বর কিনতে গেলে আপনাকে প্রথমে সংস্থার ওয়েবসাইটে যেতে হবে বা app থেকেও কিনতে পারবেন। সেখানে গিয়ে ‘ভিআইপি নম্বর’-এর অপশনে যেতে হবে।
এখানে আপনি ‘চুজ পিওর ফ্রি প্রিমিয়াম ভিআইপি ফ্যান্সি নম্বর’ এই অপশনটি বেছে নেবেন। তারপর এখানে অনেকগুলি নম্বরের বিকল্প আপনাকে দেওয়া হবে, যার মধ্যে থেকে আপনি আপনার পছন্দের একটি নম্বর বেছে নেবেন। এক্ষেত্রে জেনে রাখা ভালো যে, আপনি যখন নম্বরটি নির্বাচন করছেন, তখন সেটি পোস্টপেইড হবে নাকি প্রিপেইড, সেটাও আপনাকে সিলেক্ট করতে হবে।
করা হলে এবার আপনাকে আপনার বাড়ির পিন কোড এবং যোগাযোগ করার মতো মোবাইল নম্বরটি এন্টার করতে হবে। এখন আপনাকে আপনার ভিআইপি নম্বর এবং তারপর আপনার বাড়ির ঠিকানাটি এন্টার করতে হবে সেই ওয়েবসাইটে।
সমস্ত কিছু করা হলে এরপরে ‘ওটিপি’ অপশনে ক্লিক করে ওটিপি দিলেই গোটা প্রক্রিয়াটিকে সম্পন্ন হয়ে যাবে ও সিমটি আপনি পেয়ে যাবেন আপনার বাড়িতেই।
আপনার মতামত লিখুন :