1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

দ্রুত স্মার্টফোনের চার্জ কমে যাচ্ছে? ব্যাটারির স্বাস্থ্য সম্পর্কে জেনে নিন এই App এর মাধ্যমে

সৌভিক বেজ

প্রকাশিত: জুলাই ২২, ২০২২, ১১:৫০ পিএম

দ্রুত স্মার্টফোনের চার্জ কমে যাচ্ছে? ব্যাটারির স্বাস্থ্য সম্পর্কে জেনে নিন এই App এর মাধ্যমে
দ্রুত স্মার্টফোনের চার্জ কমে যাচ্ছে? ব্যাটারির স্বাস্থ্য সম্পর্কে জেনে নিন এই App এর মাধ্যমে

সারাদিন একইভাবে ঘাঁটাঘাঁটির কারণে আজকাল ফোনের ব্যাটারি খুব কম সময়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে কিছুদিন হলেই নতুন কেনা ফোনের ব্যাটারিও দ্রুত ক্ষয় হতে থাকে, অন্যদিকে অল্পক্ষণ ব্যবহারে স্বল্প ব্যাটারি লাইফ পাওয়ার পাশাপাশি মুঠোফোন অত্যধিক গরম হয়ে যায়, যার ফলে ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে ভীষণরকম চিন্তিত হয়ে পড়েন ইউজাররা। এই ক্ষেত্রে কি করণীয় জেনে নিন।

দীর্ঘদিন যাবৎ এই সর্বক্ষণের সঙ্গী অর্থাৎ স্মার্টফোনটিকে ব্যবহার করে যেতে চাইলে তার ব্যাটারির স্বাস্থ্যের ওপর নজর রাখা তথা সেটির নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা একান্ত আবশ্যক। তার জন্য কি করতে হবে জেনে নিন-

সব স্মার্টফোনে ব্যাটারির স্বাস্থ্য ও তাপমাত্রা পরীক্ষা করার অপশন দেওয়া হয় না। তাই বাধ্য হয়ে ইউজারদেরকে থার্ড-পার্টি অ্যাপের সাহায্য নিতে হয়। এই পরিস্থিতিতে ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা এবং তাপমাত্রা সম্পর্কে সঠিক তথ্যের জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাকু-ব্যাটারি (AccuBattery) অ্যাপটি ডাউনলোড করতে পারেন। 

জানা যায় যে, ফোনের ব্যাটারি সর্বদা ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা উচিত। কারণ দীর্ঘ সময় ধরে ব্যাটারি ফুল চার্জ করলে তা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, ফোনের ব্যাটারি কখন অত্যধিক গরম হচ্ছে, সেদিকে নজর রাখতে হবে যেগুলি এই app খুব সহজেই করতে পারে।

আরও পড়ুন