ভারতে সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকার চেষ্টা করছে BSNL। তবে রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা শুধু যে নিজেদের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করছে তা নয়, এর পাশাপাশি সব টেলিকম সংস্থার থেকে কম টাকায় বেশকিছু রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যা হার মানাচ্ছে অন্যান্যদের। দেখে নিন এই প্ল্যানগুলি যাতে আনলিমিটেড কলিং এর সাথে পাবেন ডাটার সুবিধা-
সর্বপ্রথম প্ল্যানটি হল ৩৯৯ টাকার: এই প্ল্যানটি রিচার্জ করলে প্রতিদিন আপনি পাবেন ১ জিবি করে ডেটা। পাশাপাশি ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধাও দিচ্ছে এই প্ল্যানটি এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এই রিচার্জ প্ল্যানটি ৮০ দিনের জন্য বৈধ। এছাড়াও এই প্ল্যানে রয়েছে বিএসএনএল টিউন এবং লোকধন কন্টেন্টের অ্যাক্সেস।
এছাড়া রয়েছে ৪২৯ টাকার প্ল্যান: ৪২৯ টাকার রিচার্জ প্ল্যানে রয়েছে প্রতিদিন ১ জিবি করে ডেটা। সাথে পাবেন ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস এর সুবিধা। এই রিচার্জ প্ল্যানটি ৮১ দিনের জন্য বৈধ থাকবে। এছাড়াও আগের প্ল্যানের মতো রয়েছে বিএসএনএল টিউন এবং লোকধান কন্টেন্টের অ্যাক্সেস। বাড়তি হিসেবে সাথে পাবেন Eros Now-এর অ্যাক্সেস।
আরও একটি প্ল্যান হল ৪৯৯ টাকার: এই রিচার্জ প্ল্যানে পাবেন প্রতিদিন ২ জিবি করে ডেটা। এর পাশাপাশি রয়েছে ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস এর সুবিধা। ৯০ দিন বৈধতা যুক্ত এই রিচার্জ প্ল্যানটিতে কোনো OTT সাবস্ক্রিপশন পাবেন না।
আপনার মতামত লিখুন :