বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ নজির গড়লেন বাংলার মেয়ে পিয়ালি। অক্সিজেন ছাড়াই এভারেস্টের চূড়ায় পৌঁছলেন। এখানেই তাঁর সবথেকে বড় কৃতিত্ব। পর্বতারোহীদের ইতিহাসে এই রেকর্ড নজিরবিহীন বলেই অনেকে মনে করছেন। এর আগে অনেক শেরপা বা বিদেশি পর্বতারোহীরা অক্সিজেন ছাড়াই এভারেস্টের শৃঙ্গে পৌঁছলেও, বাঙালি হিসেবে এই কৃতিত্ব প্রথম অর্জন করলেন পিয়ালিই।
আজ সকাল সাড়ে ৮ টা নাগাদ চূড়াতে পৌঁছান পিয়ালি। মে মাসের ৩ তারিখে এভারেস্ট জয়ের জন্য রওনা হয়েছিলেন পিয়ালি। বাংলার অন্যান্য পর্বতারোহীরাও পিয়ালির এই সাফল্যে উচ্ছ্বসিত। ‘অসাধ্য সাধন’ করেছেন পিয়ালি, এমনটাই বলছেন সকলে।
জানা গিয়েছে, পিয়ালির বাবা-মা দুজনেই অসুস্থ। চন্দননগর কানাইলাল স্কুলের প্যারাটিচার হিসেবে কর্মরত পিয়ালি। কিছুদিন আগেই ধৌলিগিরি শৃঙ্গ জয় করে এসেছেন পিয়ালি। আর্থিক সঙ্কট তো রয়েইছে। পাশাপাশি সরকারি ত্রফের মেলেনি সাহায্য। তবে এই সব বাধা অতিক্রম করে এভারেস্ট জয়ের সাফল্য ছিনিয়ে আনলেন পিয়ালি।
অন্যান্য পর্বতারোহীদের এও দাবি, পর্বত আরোহীদের কাছে একটা দিগন্ত খুলে দিল পিয়ালি। তাঁদের মতে, এভারেস্টের আট হাজার মিটার উচ্চতায় অক্সিজেন ছাড়া যাওয়াটা বিশাল বড় অ্যাডভেঙ্চার। এদিকে পিয়ালির এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর মা, গোটা পরিবার ও প্রতিবেশী।
আপনার মতামত লিখুন :