চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারোত্তোলনে ফের পদক ভারতের। দুর্দান্ত পারফর্ম্যান্স করে এবার দেশকে ব্রোঞ্জ এনে দিলেন লভপ্রীত সিং (Lovepreet Singh)। ছেলেদের ১০৯ কেজি বিভাগে মোট ৩৫৫ কেজি ভার ব্রোঞ্জ পদক গলায় উঠল লভপ্রীতের। সেই সঙ্গে এই বছর ভারোত্তোলনে নবম পদক জেতা হয়ে গেল ভারতের।
এদিন শুরু থেকে ভালো ছন্দে ছিলেন লভপ্রীত৷ স্ন্যাচ বিভাগে প্রথম প্রচেষ্টায় ১৫৭ কেজি ভার তোলেন তিনি। এরপর দ্বিতীয় প্রচেষ্টায় ১৬১ কেজি ভার উত্তোলন করেন। এই বিভাগের সবচেয়ে বেশি ভার তোলেন প্রচেষ্টায়। ১৬৩ কেজি ভার তুলে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে শেষ করেন ভারতীয় তারকা।
এরপর ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে প্রথম প্রচেষ্টায় ১৮৫ কেজি ভার উত্তোলন করেন লভপ্রীত। দ্বিতীয় প্রচেষ্টায় ১৮৯ কেজি ভার তোলেন। আর তৃতীয় প্রচেষ্টায় নিজের করা জাতীয় রেকর্ড নিজেই ভাঙেন তিনি। এই দফায় ১৯২ কেজি ভার তুলে নয়া জাতীয় রেকর্ড গড়েন লভপ্রীত। দুই বিভাগ মিলিয়ে মোট ৩৫৫ কেজি ভার তুলে ফেলেন তিনি। আর একইসঙ্গে দেশের হয়ে জিতে নেন ব্রোঞ্জ পদক।
এই ইভেন্টে এই ইভেন্টে প্রথম স্থান অর্জন করেন ক্যামেরনের জুনিস পেরিক্লেস নাগাজা ন্যাবেইউ। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগ মিলিয়ে তিনি মোট ৩৬১ কেজি ভার তোলেন। রুপো জেতেন স্যামোয়ার জ্যাক হিটিলা ওপেলজ। মোট ৩৫৮ কেজি ভার তোলেন তিনি।
একদিক দিয়ে দেখতে গেলে এবারের কমনওয়েলথ গেমসে ভারতের এখনও অবধি সেরা পারফর্ম্যান্স ভারোত্তোলনেই। এখনও পর্যন্ত ভারোত্তোলনে ৯ নম্বর পদক জেতা হয়ে গেল ভারতের। লভপ্রীতের হাত ধরেই এল এই নবম পদক। সব মিলিয়ে চলতি গেমসে এটি দেশের চৌদ্দতম পদক। লভপ্রীতের এই সাফল্যে গর্বিত গোটা দেশ। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
আপনার মতামত লিখুন :