1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

ফের ভারোত্তোলনে সোনা! কমনওয়েলথ গেমসে দেশকে সোনা এনে দিলেন জেরেমি লালরিননুঙ্গা

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুলাই ৩১, ২০২২, ০৫:৩৫ পিএম

ফের ভারোত্তোলনে সোনা! কমনওয়েলথ গেমসে দেশকে সোনা এনে দিলেন জেরেমি লালরিননুঙ্গা
ফের ভারোত্তোলনে সোনা! কমনওয়েলথ গেমসে দেশকে সোনা এনে দিলেন জেরেমি লালরিননুঙ্গা

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ কমনওয়েলথ গেমসে ফের দেশের ঝুলিতে এল সোনা। বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে এবার দেশকে সোনা এনে দিলেন জেরেমি লালরিননুঙ্গা। এই মুহূর্তে সব মিলিয়ে ভারতের ঝুলিতে যে ৫ টি পদক এসেছে, তার সবকটিই ভারোত্তোলনের হাত ধরে। 

৬৭ কেজি ভারোত্তোলন বিভাগে রবিবার মোট ৩০০ কেজি ওজন তুলে রেকর্ড গড়লেন বছর ১৯-এর জেরেমি। বছর ১৯- এর আইজলের ভারোত্তোলক এদিন দেশকে দ্বিতীয় সোনা এনে দিলেন। উল্লেখ্য, গতকালই কমনওয়েলথের দ্বিতীয় দিনে মীরাবাই চানু দেশকে প্রথম সোনা এনে দিয়েছিলেন। পরের সোনা এল জেরেমির হাত ধরেই। 

চার বছর আগে যুব অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। এদিন তিনি স্ন্যাচে ১৪০ কেজি, ক্লিন ও জার্কে ১৬০ কেজি ওজন তুলে নেন। এদিন পায়ের চোটকে রীতিমতো উপেক্ষা করেই বিশাল ওজন কাঁধে তুলে নেন হেলায়, যা চমকে দিয়েছে সকলকে। উল্লেখ্য, এবারই প্রথম কমনওয়েলথ গেমসে দেশের প্রতিনিধিত্ব করছেন বছর ১৯ এর জেরেমি। আর অভিষেকেই এল বড় সাফল্য। জেরেমি ২০১৮ সালে যুব অলিম্পিক গেমসে ৬২ কেজি বিভাগে সোনা জিতেছিলেন। আবার গত বছর কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ৬৭ কেজি বিভাগে সোনার পদক পান। আর এবার কমনওয়েলথ গেমসে দেশকে সোনা উপহার দিয়ে, দেশকে গর্বিত করলেন। 

বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদক এনেছিলেন সংকেত সরগর। ৫৫ কেজি বিভাগে রেকর্ড গড়ে রুপো জেতেন তিনি। এরপর ৬১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ এনে দেন গুরুরাজা পূজারি। পাশাপাশি ৪৯ কেজি বিভাগে মীরাবাই জেতেন সোনা। মীরাবাঈ চানুর হাত ধরেই দেশের ঝুলিতে প্রথম সোনার পদক আসে। এরপর মাঝরাতেই ভারোত্তোলনেই দেশকে চতুর্থ পদক এনে দেন বিন্দিয়ারানী দেবী। ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন তিনি।

প্রসঙ্গত, এবছর শুরুতেই ভারতের ভারোত্তোলক কোচ বিজয় শর্মা আগেই বলেছিলেন যে, এবার ভারোত্তোলনে ভারত চমকে দেবে সবাইকে। তাঁর কথা এবার বাস্তবেও মিলে গেল। চলতি কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনের হাত ধরেই এল ৫ টি পদক।

আরও পড়ুন