1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

সৌরভকে সরিয়ে সদ্যই হন বোর্ড প্রেসিডেন্ট! বৌমা মায়ান্তির জন্য এবার তুমুল বিতর্কের মুখে রজার বিনি

মৌসুমী মোদক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ১১:২৩ পিএম

সৌরভকে সরিয়ে সদ্যই হন বোর্ড প্রেসিডেন্ট! বৌমা মায়ান্তির জন্য এবার তুমুল বিতর্কের মুখে রজার বিনি
সৌরভকে সরিয়ে সদ্যই হন বোর্ড প্রেসিডেন্ট! বৌমা মায়ান্তির জন্য এবার তুমুল বিতর্কের মুখে রজার বিনি

অক্টোবরের বিসিসিআই-এর (BCCI)নতুন সভাপতি পদে  বসেছেন রজার বিনি (Roger Binny)। বিসিসিআইয়ের বার্ষিক সভাতেই বিদায়ী সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জায়গায় ভারতীয় বোর্ডের মসনদে বসার জন্য রজার বিনির নাম চূড়ান্ত হয়েছিল। 

এবার বোর্ড প্রেসিডেন্ট হয়েই বিতর্কে জড়িয়ে পড়লেন বিনি। স্বার্থ সংঘাতের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। সংবাদসংস্থার খবর অনুযায়ী, বোর্ডের এথিক্স অফিসার বিনীত শরণ নোটিশ পাঠিয়েছেন খোদ বোর্ড সভাপতিকে। 

রজার বিনিকে যে নোটিশ পাঠানো হয়েছে তার বয়ান, “বিসিসিআইয়ের এথিক্স কমিটির কাছে এক অভিযোগপত্র দায়ের করা হয়েছে। বোর্ডের নিয়মের ৩৮ (১) (i) এবং ৩৮ (২) ধারা অনুযায়ী স্বার্থ সংঘাতের অভিযোগ উঠেছে। ডিসেম্বরের ২১ তারিখের মধ্যে লিখিত জবাব চাওয়া হচ্ছে। আইনি নিয়ম মেনে জবাব আশা করা হচ্ছে।”

মূল অভিযোগকারী মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার লাইফ মেম্বার সঞ্জীব গুপ্তা। তাঁর অভিযোগ পারিবারিক সূত্রে স্বার্থ-সংঘাতের ইস্যুতে জড়িয়ে গিয়েছেন বোর্ডের ৩৬ তম প্রেসিডেন্ট। রজার বিনির পুত্র স্টুয়ার্ট বিনিকে কয়েক বছর আগে বিয়ে করেন মায়ান্তি ল্যাঙ্গার। তিনি আবার স্টার স্পোর্টসের অন্যতম জনপ্রিয় সঞ্চালক এবং উপস্থাপক।

বর্তমানে রজার বিনি বোর্ড প্রেসিডেন্ট। অথচ, তাঁর পুত্রবধূ বোর্ডের প্রধান স্পনসর স্টার স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন। এই সূত্রেই স্বার্থ-সংঘাতের ইস্যুতে জড়িয়েছেন বিনি। ২০ ডিসেম্বরের মধ্যে তাঁকে জবাব দেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন