সাংসদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য বিধায়কের। আর এতেই ফের একবার তুঙ্গে রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড়। হুগলির সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়ালেন করে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। যদিও বিধায়কের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিজেপি সাংসদ।
বৃহস্পতিবার হুগলির গুড়াপের হাসিমপুরে এক প্রতিবাদ সভা ছিল তৃণমূলের। সেখান থেকেই হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় কে আক্রমণ করেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, "ও গলার লকেট ছিল। আমি ওকে চুঁচুড়ায় পায়ের নুপুর করে ছেড়ে দিয়েছি। ও আর গলায় উঠবে না, পায়ের নুপুর হয়েই থাকবে"।বিধায়কের এহেন মন্তব্যের পরেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।
যদিও এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। তিনি এ প্রসঙ্গে নিন্দা করে বলেছেন, "অনেকবার এ ধরনের কথা বলেছেন উনি। মুখ্যমন্ত্রীর জায়গায় থাকলে ওর বাড়ি গিয়ে ওর স্ত্রীর সামনে সজরে মহিলা হিসেবে একটা থাপ্পড় মেরে আসতাম। নারী শক্তি যারা আছে তারা একদিন ওকে গাছে বেঁধে পেটাবে।"
এদিকে আরও এক সভা থেকে অসিত মজুমদার লকেট চট্টোপাধ্যায়ের কথার পাল্টা জবাব দিয়ে বলেন, "লকেট দেবী আমার থেকে অনেক ছোট। তাকে অসম্মান করা আমার কোনমতেই উদ্দেশ্য ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রীকে যখন ওনার দলের লোকেরা অপমান করেন তখন লকেট দেবী তার প্রতিবাদ করেন না। আমার দলের মেয়েরা আমার সম্পদ তাদের নিয়ে নোংরা কথা বলা বন্ধ করুন"।
আপনার মতামত লিখুন :