টি ব্যাগ দিয়ে চা খাওয়ার সাথে সাথে আমরা ত্বকের যত্নেও ব্যবহার করে থাকি। তবে টি ব্যাগ দিয়ে আরও নানা সমস্যার সমাধান করা যায়। ঘরোয়া একাধিক কাজে মুশকিল আসান হিসেবে কাজ করে টি ব্যাগ। চলুন তবে ঘরোয়া কি কি কাজে লাগে দেখে নেওয়া যাক-
১) ঘরকে সুগন্ধিত করতে কাজে লাগে। তবে কি ভাবে করে? আপনি চা খাওয়ার পর ব্যবহৃত যে টি ব্যাগ টি থাকে সেটি শুকিয়ে নেবেন প্রথমে। তারপর তাতে আপনার পছন্দের এসেনশিয়াল অয়েল এর কয়েক ফোঁটা তাতে দিয়ে দিন। এরপর এটি ঘরের মধ্যে, আলমারিতে, ড্রয়ারে, বাথরুমে রাখুন। খুব ভালো সুগন্ধ হবে।
২) আবার বাড়ির মধ্যে থাকা নানা পোকামাকড় দূর করতেও সাহায্য করে পেপারমিন্ট টি ব্যাগ। এক্ষেত্রে পেপারমিন্ট টি ব্যাগ টি প্রথমে গরম জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর লিকুইড সাবান এর সাথে ঐ জল মিশিয়ে ঘরের কোনায় কোনায় এবং যে যে স্থানে পোকামাকড় থাকতে পারে সেইসকল স্থানে স্প্রে করুন। এতে পোকামাকড় চটজলদি উধাও হয়ে যাবে।
৩) এছাড়া কোনো গাছ যদি ফাঙ্গাস ধরে তাহলে টা দূর করতে গরম জলে টি ব্যাগ ফুটিয়ে সেই জল ফাঙ্গাস ধরা গাছের পাতায় কিংবা মাটিতে স্প্রে করুন। ফাঙ্গাস অনায়াসেই দূর হবে।
৪) এগুলি ছাড়াও আরও নানা কাজে ব্যবহৃত হয় টি ব্যাগ। যেমন - ব্যবহৃত টি ব্যাগ ডাস্টবিনে ফেলে রাখতে পারেন। এতে ডাস্টবিনের দুর্গন্ধ দূর হবে।
আপনার মতামত লিখুন :