আপনার কি তৈলাক্ত ত্বক? তৈলাক্ত ত্বকে দেখা দেয় নানা রকমের সমস্যা। তারমধ্যে অন্যতম সমস্যা হল ব্রণের সমস্যা। আর এই তৈলাক্ত ত্বকের নানা সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন ডিম ও লেবুর উপকারী একটি প্যাক।
এই প্যাক যেভাবে তৈরি করবেন দেখে নিন সেই পদ্ধতি - ডিমের সাদা অংশ ও লেবুর রসের একটি মিশ্রণ তৈরি করতে হবে। তারপর এটি আপনার ত্বকে লাগান। পনেরো-কুড়ি মিনিট রেখে প্যাকটি শুকিয়ে এলে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন। এরপর ত্বকের ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সপ্তাহে দুই দিন এই প্যাকটি ব্যবহার করুন উপকার পাবেন।
ডিম ও লেবুতে থাকা পুষ্টি আপনার ত্বককে আরও সৌন্দর্য পূর্ণ করে তুলবে। এগুলিতে থাকা উপকরণ গুলি আপনার ত্বকের তেলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। ফলে আপনার ত্বকের যেসব সমস্যা রয়েছে তা অনেকাংশে হ্রাস পায়। তাই যাদের তৈলাক্ত ত্বক তারা আর দেরি না করে সপ্তাহে দুদিন ডিম ও লেবুর এই উপকারী প্যাকটি তৈরি করে ব্যবহার করুন। ভালো ফল পাবেন। ব্রণের হাত থেকে রক্ষা পাবেন। আপনার ত্বকে তেলের পরিমাণ নিয়ন্ত্রণে আসবে।
আপনার মতামত লিখুন :