চুলের রুক্ষতা দূর করে: অনেক দিন ধরে রাসায়নিক উপাদান ব্যবহার করা বা বাইরের ধুলোবালির কারণে অনেক সময় চুল হয়ে যায় রুক্ষ। আর এটির সমাধানে ব্যবহার করতে পারেন ডিমের কুসুম। এতে থাকা প্রোটিন আপনার চুলের রুক্ষতা দূর করতে সহায়তা করবে।
চুল পড়া কমায়: চুল পড়া কমাতে ডিমের সাদা অংশ অনেক কার্যকরী। এর জন্য ডিমের সাদা অংশের সঙ্গে দই মিশিয়ে সেটি মাথায় ভালো করে লাগাতে হবে। আধাঘণ্টা রেখে ধুয়ে নিলেই উপকার পাবেন।
চুল ঘন করে: ডিমের সাদা অংশ আপনার চুলকে ঘন করতেও অনেক সাহায্য করে। এর সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে সেটি চুলের গোড়ায় ২০ মিনিট লাগিয়ে রাখতে হবে। এর পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে শ্যাম্পু করে নিতে হবে। এভাবে কিছুদিন ব্যাবহার করলেই মিলবে ঘন কালো চুল।
চুল শক্তিশালী করে ও দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে: ডিমের কুসুম আপনার চুলকে দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে। এটি চুলে ব্যবহার করার ফলে চুল হয়ে ওঠে আরও শক্তিশালী, চুল পড়াকে রোধ করতে বিশেষ সাহায্য করে এছাড়া চুলকে দ্রুত বৃদ্ধি পেতেও সহায়তা করে।
চুল সিল্কি করে: চুলকে চকচকে ও সিল্কি করে তুলতে ব্যাবহার করতে পরুন ডিম। ডিমের কুসুমের সঙ্গে এক কাপ দই ভালো করে মিশিয়ে প্যাক হিসেবে মাথায় ২০ মিনিট লাগিয়ে রাখুন। ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিলেই পাবেন চকচকে ও সিল্কি চুল।
আপনার মতামত লিখুন :