1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

গ্ল্যামার বাড়াতে অন্যতম লিচুর খোসা! জানুন এর কার্যকারিতা

সৌভিক বেজ

প্রকাশিত: জুন ২, ২০২২, ০৫:৩৫ পিএম

গ্ল্যামার বাড়াতে অন্যতম লিচুর খোসা! জানুন এর কার্যকারিতা
গ্ল্যামার বাড়াতে অন্যতম লিচুর খোসা! জানুন এর কার্যকারিতা

গরমকালে অন্যতম একটি ফল হলো লিচু। এর যে সকল উপকারিতা আছে সেগুলি সম্পর্কে আমরা সকলেই কমবেশি জানি, কিন্তু এর খোসা তো আমরা সবসময় ডাস্টবিনেই ফেলে দিই। কিন্তু আপনারা হয়তো জানেন না যে লিচুর খোসাও বিশেষ উপকারী।

ত্বকের যত্নে লিচুর খোসা ব্যাবহার করা যেতে পারে। এটি ফেস স্ক্রাব হিসেবে আমরা ব্যাবহার করতে পারি। এর জন্য মিক্সার গ্রাইন্ডারে লিচুর খোসা দিয়ে অল্প পরিমাণ চালের গুড়ো, অ্যালোভেরা জেল এবং গোলাপ জল দিয়ে পিষে নিন। আপনার হালকা হাতে সারা মুখে ম্যাসাজ করুন এবং কিছুক্ষন পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এই পদ্ধতি প্রয়োগ করলে আপনার মুখ উজ্জ্বল হবে।

এছাড়া লিচুর খোসা দিয়ে ঘাড়ের কালো দাগ দূর করা যায়, এর জন্য প্রথমে খোসা গ্রাইন্ডারে পিষে তার মধ্যে লেবুর রস, নারকেল তেল, হলুদ মিশিয়ে একটু সু দর পেস্ট তৈরি করতে হবে। এবার এটি ঘাড়ের কালো অংশে লাগান সমস্ত মৃত কোষ দূর হবে।

সাথে পায়ের গোড়ালির ময়লা বা দাগ পরিষ্কার করতেও লিচুর খোসা খুবই কার্যকর। এর জন্য খোসা আগের মতোই পিষে নিয়ে মুলতানি মাটি, আপেল ভিনেগার, বেকিং সোডা সবগুলি মিশিয়ে নিন। এবার এটি গোড়ালিতে লাগান এবং ২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। 

আরও পড়ুন