1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

ঘরের সৌন্দর্য ও নান্দনিকতা বজায় রাখতে কেমন বিছানার চাদর ব্যাবহার করবেন? রইল টিপস

সৌভিক বেজ

প্রকাশিত: জুন ৩, ২০২২, ১০:৩৭ পিএম

ঘরের সৌন্দর্য ও নান্দনিকতা বজায় রাখতে কেমন বিছানার চাদর ব্যাবহার করবেন? রইল টিপস
ঘরের সৌন্দর্য ও নান্দনিকতা বজায় রাখতে কেমন বিছানার চাদর ব্যাবহার করবেন? রইল টিপস

মানুষ এখন বড়ই সৌখিন। সবকিছুই সুন্দর ও ছিমছাম রাখতে চায় সকলে। যে কারণে ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে সেরা জিনিসটাই ব্যাবহার করে থাকেন সবাই। আপনার ঘরকে আরো দৃষ্টিনন্দন ও নান্দনিকতার ছোঁয়া দিতে কেমন বিছানার চাদর ব্যাবহার করবেন রইল সে সম্পর্কে কিছু টিপস।

ঘরের রং যদি খুব ডিপ হয় তাহলে একটু ছিমছাম ও হালকা রঙের চাদর ব্যাবহার করতে পারেন। ঘর ছোট হলেও এটি সুন্দর লাগবে। ঘরটাকে মনে হবে প্রশস্ত, ছোট আয়তনের ঘরের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন আড়াআড়ি বা লম্বালম্বি রেখা বিশিষ্ট নকশা এবং হাল্কা রং ও হাল্কা নকশা বিশিষ্ট চাদর ব্যাবহার করার।

এবার আপনার ঘর যদি বড় হয় সেক্ষেত্রে যেটা করবেন  বড়ো নকশা কাটা চাদর নেবেন। আসবাবপত্র অনেক বেশি রাখলে ঘর তুলনামূলকভাবে ছোট মনে হয়। তাই এই ব্যপারে রঙিন বা বড় নকশার চাদর ব্যাবহারে বেশ মানান সই লাগবে।

ঘরটা যদি অনেক বেশি প্রশস্ত হয় খুব বেশি আসবাব না থাকে তাহলে আপনার ঘরে রঙিন চাদর বেশ মানাবে। আয়তনে বড় ঘরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন বাহারি রং, ছোট বড় নকশা অথবা নানা জ্যামিতিক আকার বিশিষ্ট চাদর। ঘরটিকে আরো বেশি দৃষ্টিনন্দন করে তুলতে ব্যবহার করুন বড় ছাপার চাদর বা রঙিন চাদর।

আরও পড়ুন