আমরা খাবার, শাকসবজি, ডিম, মাছ, মাংস ইত্যাদি অনেক কিছুই ফ্রিজে রেখে থাকি। যাতে এগুলি সতেজ ও বেশকিছুদিন ভালো থাকে। তবে এমন কিছু জিনিস রয়েছে যেগুলি ফ্রিজে রাখা উচিত নয়। কোন জিনিসগুলি ফ্রিজে রাখবেন না ? চলুন এক নজরে দেখে নেওয়া যাক-
১) কলা - কলা স্বাভাবিক তাপমাত্রায় রাখুন কয়েকদিন ঠিকই থাকবে। ঠান্ডা কলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তাই কলা ফ্রিজে না রেখে দিয়ে রাখুন।
২) কফি - ফ্রিজে কফি রাখলে অন্য খাবারের কারণে কফির স্বাদ চলে যায়। তাই ফ্রিজে কফি রাখা উচিত নয়। কফির স্বাদটা চলে গেলে তা নষ্ট হবে।
৩) পাউরুটি - পাউরুটি তাজা রাখার জন্য অনেকেই ফ্রিজে রাখেন। তবে পাউরুটি ফ্রিজে রাখা অনুচিত। বাইরে রাখলে এটি বেশকিছুদিন সতেজ থাকবে।
৪) টমেটো - আমরা টমেটো ফ্রিজে রেখে থাকি। যাতে টমেটো ভালো থাকে। কিন্তু টমেটো বাইরে তাপমাত্রাতেই ভালো থাকে। এটি ফ্রিজে না রাখাই ভালো।
৫) মধু - মধু কখনো রাখবেননা। মধু ফ্রিজে রাখলে ঠান্ডার কারণে মধুর সব গুণ হ্রাস পাবে।
আপনার মতামত লিখুন :