চা খেতে যারা ভালোবাসেন তারা অনেক সময় চায়ের সাথে অন্য খাবারও খেয়ে থাকেন। তবে চা এর সাথে কখনোই খাবে নিম্নলিখিত খাবার গুলি। এতে অজান্তেই ডেকে আনতে পারেন বিপদ! দেখে নিন কোন কোন খাবার চা এর সাথে কখনোই খাওয়া উচিত নয়-
১) চা এর সাথে কখনোই বাদাম জাতীয় কিছু খাবেন না। চা এর সাথে বাদাম জাতীয় কিছু খেলে শরীরে খারাপ প্রভাব পড়তে পারে।
২) চা এর সাথে অনেককেই লেবু দিয়ে খান। তবে লেবু চা স্বাস্থ্যের পক্ষে ভালো না। এতে গ্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
৩) এছাড়া চা এর সাথে বেসন এর কোনো খাবারও খাওয়া উচিত নয়। এতেও গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। এবং হজম না হওয়ার সম্ভাবনা থাকে।
৪) এমনকি হলুদ দেওয়া রয়েছে এমন খাবারও চা এর সাথে নৈব নৈব চ। হজমে সমস্যা হতে পারে।
এগুলি ছাড়াও, সবুজ সবজি দিয়ে তৈরি কোনো খাবারও খাওয়া উচিত নয় চা এর সাথে। শরীর ফিট রাখতে এবং বিপদ এড়াতে উপরিউক্ত খাবারগুলো ভুলেও চা এর সাথে খাবে না।
আপনার মতামত লিখুন :