বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ডেবরার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, খাদ্যে বিষক্রিয়ার কারণেই অসুস্থ হয়েছেন তিনি।
জানা গিয়েছে, শনিবার বাড়িতেই খাওয়া-দাওয়া করেন হুমায়ুন কবীর। এরপর রাত ৮ টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের ডেবরায় নিজের দলীয় অফিসে বসেছিলেন। তখনই তিনি অসুস্থ বধ করেন। প্রথমে তাঁকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান দলের কর্মী-সমর্থকরাই। কিন্তু সেখানে চিকিৎসায় বিশেষ লাভ হয়নি, তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে, চিকিৎসকরা তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর রাতেই তাঁকে কলকাতায় এনে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত চিকিৎসা চলছে ডেবরার বিধায়কের।
এদিকে, হাসপাতাল সূত্রের খবর, একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে বিধায়কের। শনিবার সন্ধের দিকে একটু বেশি ভাজাভুজি খাবার খেয়েছিলেন হুমায়ুন কবীর। আর মনে করা হচ্ছে, ওই খাবার থেকে বিষক্রিয়ার জেরেই অসুস্থতা। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত বিধায়কের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।
চাকরির মেয়াদ আরও দুমাস বাকি ছিল তখনও। কিন্তু কাজে ইস্তফা দেন চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার। অবসর নেওয়ার দুমাস আগেই চাকরি ছাড়েন দাপুটে এই পুলিশ কর্তা। এরপর পূর্ব কালনায় মুখ্যমন্ত্রীর জনসভা থেকে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন। একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে বিধায়ক নির্বাচিতও হন তিনি। পরে রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের প্রতিমন্ত্রীও হন। তবে, বর্তমানে তিনি রাজ্যের মন্ত্রী নন।
আপনার মতামত লিখুন :