বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজকের পর, ফের আগামী সপ্তাহেই অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদ এদিন অসম্পূর্ণ রয়ে গেছে, তাই ফের তৃণমূলের এই দাপুটে নেতাকে তলব করা হয়েছে। সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আয়করের নথি-সহ অনুব্রত মণ্ডলের নামে কোনও নথি থাকলে সেই সব নথি নিয়ে আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে একাধিকবার গরু পাচার কাণ্ডে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতিকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি প্রতিবারই শারীরিক অসুস্থতার কথা জানিয়েছে হাজিরা এড়িয়ে গিয়েছেন। কিন্তু এবার তিনি নিজেই হাজিরা দিতে ইচ্ছা প্রকাশ করেন। বুধবার হাজিরা দেওয়া ইচ্ছা প্রকাশ করে সিবিআইকে মেল করে জানান। এরপর আজ সকাল ১০ টায় তাঁর হাজিরা দেওয়া কথা ছিল। সেই জন্যই এদিন নির্দিষ্ট সময়ের আগেই নিজাম প্যালেসে যান অনুব্রত মণ্ডল। এদিন অনুব্রত মণ্ডলকে ঘণ্টা চারেক জিজ্ঞাসাবাদ করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯ টা ৫০ নাগাদ নিজাম প্যালেসে হাজির হন অনুব্রত মণ্ডল। ১০ টায় হাজিরার কথা থাকলেও, সময়ের আগেই তিনি পৌঁছে যান। তবে, এদিন তাঁকে বুকের বাঁদিকে হাত রেখে নিজাম প্যালেসে ঢুকতে দেখা গেল। পরনে ছিল হালকা সবুজ রঙের ঢিলেঢালা পাঞ্জাবি। তাঁকে এদিন দৃশ্যত বিধ্বস্ত লাগছিল। দুপুর ২ টো নাগাদ তাঁর চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা থাকায়, তার আগেই নিজাম প্যালেস ছাড়েন কেষ্ট। এর মধ্যেই তাঁকে কয়েক দফা প্রশ্ন করেন তদন্তকারী অফিসাররা।
এর আগে ৬ বার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। গত ৬ এপ্রিল গরু পাচারকাণ্ডে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেও, মাঝ পথেই রাস্তা পাল্টে অসুস্থ হয়ে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে ভরতি হন। সেই সময় বেশ কিছুদিন হাসপাতালেই ভরতি ছিলেন। বুকে ব্যথা এবং অণ্ডকোষে সংক্রমণের মতো শারীরিক সমস্যা তাঁর ধরা পড়ে। এরপর বুধবার নিজেই হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
এদিন নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে বেরিয়ে তৃণমূলের দাপুটে এই নেতা সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। জানা গিয়েছে, শারীরিক পরীক্ষার জন্য বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। হুইল চেয়ারে করে অনুব্রত মণ্ডলকে এস এস কে এম-এর উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর কেবিনে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই আছে তিনি। জানা গিয়েছে, এদিন রুটিন চেকআপের সময় দিয়েছিলেন এসএসকেএমের চিকিৎসক। সেই পরামর্শ মেনেই সময়মত হাসপাতালের জরুরি বিভাগে যান অনুব্রত। কাজেই জিজ্ঞাসাবাদ এদিন অসম্পূর্ণই থেকে যায়। তাই ফের তলব করা হয়েছে।
এদিন তাঁকে বেশ অসুস্থই দেখাচ্ছিল। নিজাম প্যালেস থেকে বেরিয়ে কারও সঙ্গে কথা বলেননি অনুব্রত মণ্ডল। এদিকে, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অনুব্রিত মণ্ডলের রক্তচাপ একটু বেশি রয়েছে, তবে তিনি আগের থেকে ভালই আছেন। তাঁকে দুই থেকে তিন সপ্তাহ বাদে ফের চেকআপের জন্য আসতে বলা হয়েছে। এদিন চেকআপের পর অনুব্রত মণ্ডল তাঁর চিনার পার্কের বাড়িতে ফিরে যান।
আপনার মতামত লিখুন :