1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

প্রাথমিকের টেট নিয়ে বড় ঘোষণা! টেট উত্তীর্ণ সার্টিফিকেটের মেয়াদ কতদিন? কী জানাল শিক্ষা পর্ষদ?

আত্রেয়ী সেন

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২, ০৭:৫০ পিএম

প্রাথমিকের টেট নিয়ে বড় ঘোষণা! টেট উত্তীর্ণ সার্টিফিকেটের মেয়াদ কতদিন? কী জানাল শিক্ষা পর্ষদ?
প্রাথমিকের টেট নিয়ে বড় ঘোষণা! টেট উত্তীর্ণ সার্টিফিকেটের মেয়াদ কতদিন? কী জানাল শিক্ষা পর্ষদ? / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ এবার প্রাথমিকের টেট নিয়ে বড় ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট উত্তীর্ণ হলে, সেই সার্টিফিকেটের মেয়াদ ঠিক কতদিনের? এবার তার সময়সীমা জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট উত্তীর্ণ হলেই সেই সার্টিফিকেটের মেয়াদ থাকবে সারা জীবন। এই মর্মে এবার নয়া নির্দেশিকা জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

উল্লেখ্য, কেন্দ্রের পক্ষ থেকে যে সি-টেট নেওয়া হয়, সেখানেও ঠিক একই নিয়মে সার্টিফিকেটের মেয়াদ থাকে সারা জীবন। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদও সেই একই পথ অবলম্বন করে কেন্দ্রের নিয়মকেই মান্যতা দিল বলেই দাবি আধিকারিকদের।

এতদিন পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই ধরনের কোনও নির্দেশিকা ছিল না বলেই পর্ষদ সূত্রে জানা গিয়েছে। এর পাশাপাশি পর্ষদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, একজন টেট উত্তীর্ণ পরীক্ষার্থী নিজের নম্বর বাড়ানোর জন্য আবারও টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট দিতে পারবেন। অর্থাৎ সেই পরীক্ষার্থীর ওপরে কোনও নিষেধাজ্ঞা নেই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে।

প্রসঙ্গত উল্লেখ্য, টেটের নম্বর প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেদিক থেকে দেখতে গেলে এই নির্দেশিকার জেরে চাকরিপ্রার্থীদের আরও সুবিধা হল বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে এই নির্দেশিকার কারণে আরও বেশি সংখ্যক পরীক্ষার্থী নতুন করে টেট দিতেও চাইবে বলেই দাবি করা হচ্ছে প্রাথমিক পর্ষদ সূত্রে। এদিকে, আগামী ৪ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে প্রাথমিকে টেট পরীক্ষা দেওয়ার জন্য। আর ১১ ডিসেম্বর হবে প্রাথমিকের টেট পরীক্ষা। ইতিমধ্যেই এই পরীক্ষার জন্য আবেদনপত্র ৩ লক্ষ ছাপিয়ে গিয়েছে বলেই পর্ষদ সূত্রে খবর।

এদিকে, সাম্প্রতিকে একাধিকবার টেট নিয়ে নির্দেশিকা বদলের জেরে সেই আবেদনের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছেন পর্ষদের আধিকারিকরা। এর আগে শেষবার টেট হয়েছিল ২০২১ সালের ৩১ জানুয়ারি। সেবার টেটের আবেদনকারীর সংখ্যা ছিল আড়াই লক্ষ। অন্যদিকে, ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে টেটের সিলেবাস কেমন হবে তা নিয়েও বিস্তারিত নির্দেশি্রফেদেওয়া হয়েছে। বলা হয়েছে, ১৫০ নম্বরের প্রশ্ন থাকবে। ১৫০ টি প্রশ্নের উত্তর ১৫০ মিনিটেই করতে হবে। থাকবে না কোনো নেগেটিভ মার্কিং।

 

আরও পড়ুন