বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। পরীক্ষা শেষের পর ৭৯ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। এবছর মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। ছাত্রের তুলনায় এবছর মাধ্যমিকে ছাত্রীর সংখ্যা ছিল ১ লক্ষ ২০ হাজার ৯৬১ জন বেশি। এবছর মোট মোট পাশ করেছেন ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এবছর ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১১ শতাংশ বেশি। এবছর মোট পাশের হার ৮৬.৬০ শতাংশ। পর্ষদ সভাপতি কল্যাণ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে, ফলপ্রকাশের ১৫ দিনের মধ্যে স্কুটিনির জন্য আবেদন করতে হবে অনলাইনে।
পর্ষদ সভাপতি জানিয়েছেন যে, এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে ছাত্রের তুলনায় ছাত্রীরা সামান্য পিছিয়ে। এবছর পাশের হারে প্রথমেই রয়েছে পূর্ব মেদিনীপুর। এখানে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। এরপরেই রয়েছে কালিম্পং, সেখানে পাশের হার ৯৪.৭১ শতাংশ। আর কলকাতায় পাশের হার ৯৪ শতাংশের বেশি। পর্ষদ সভাপতি জানিয়েছেন রাজ্য জুড়ে ৪৯টি ক্যাম্প অফিসের মাধ্যমে সমস্ত পড়ুয়াদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে।
এবছর যুগ্মভাবে প্রথম হয়েছে বাঁকুড়ার রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ণব ঘড়াই ও পূর্ব বর্ধমানের পূর্ব বর্ধমানের সিএমএস স্কুলের রৌনক মণ্ডল। এদের দুজনের প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় স্থানেও রয়েছে দুইজন। এবছর মাধ্যমিক পরীক্ষায় যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে ঘাটালের কৌশিকী সরকার ও রৌণক মণ্ডল। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় স্থানেও রয়েছে ২ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১। নাম, পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান। এরপর চতুর্থ স্থানে রয়েছে ৪ জন, এদের প্রাপ্ত নম্বর ৬৯০। পঞ্চম হয়েছে ১১ জন। তাঁদের মোট নম্বর ৬৮৯। ষষ্ঠ স্থানেও রয়েছে পাঁচজন। মোট প্রাপ্ত নম্বর ৬৮৮। সপ্তম স্থানে ১০ জন জায়গা করে নিয়েছে। প্রাপ্ত নম্বর ৬৮৭। ২২ জন রয়েছে অষ্টম স্থানে ৬৮৬ নম্বর পেয়ে। নবম স্থানে ১৫ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৫। ৪০ জন রয়েছে দশম স্থানে। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৪।
জানা গিয়েছে, আজ মার্কশিট বিতরণ শুরু হবে আজ বেলা সাড়ে বারোটা নাগাদ। তবে সকাল ১০ টা থেকে অনলাইনে দেখা যাবে ফল। কোন কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে রেজাল্ট? মাধ্যমিকের ফল দেখা যাবে www.wbbse.wb.gov.in, wbresult.nic.in, www.examete.com, www.indiaresults.com, www.results.siksha। মোট ১৪ টি ওয়েবসাইটে ফলাফল জানা যাবে।
আপনার মতামত লিখুন :