1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা মমতার! পাল্টা ‘দিদি’ বলে ধন্যবাদ দ্রৌপদীর

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুলাই ২১, ২০২২, ১১:০০ পিএম

দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা মমতার! পাল্টা ‘দিদি’ বলে ধন্যবাদ দ্রৌপদীর
দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা মমতার! পাল্টা ‘দিদি’ বলে ধন্যবাদ দ্রৌপদীর

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। এদিন গণনার শুরু থেকেই দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। এদিন গণনার প্রথম রাউন্ডের ফল সামনে আসতেই দেখা গিয়েছিল অনেকটাই এগিয়ে দ্রৌপদী মুর্মু। তাঁর দেশের নয়া রাষ্ট্রপতি হওয়া ছিল শুধুই সময়ের অপেক্ষা। আর সেটাই সত্যি হল। বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে বিপুল ভোটে হারিয়ে দেশের ১৫ তম তথা প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু।

এদিন রাষ্ট্রপতি পদে নির্বাচিত দ্রৌপদী মুর্মুকে টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন যশবন্ত সিনহা। তাঁকে প্রার্থী করার পিছনে বড় ভূমিকা ছিল তৃণমূল সুপ্রিমোর। কিন্তু এনডিএ তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করার পর, প্রচার পর্বের মধ্যেই মমতা মন্তব্য করেন, ‘আগে জানলে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার কথা ভাবতাম।’

বৃহস্পতিবার সন্ধেয় একটি টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়া রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে লিখেছেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানাচ্ছি। সংবিধানকে রক্ষা করার ক্ষেত্রে সাংবিধানিক প্রধান হিসেবে আপনার দিকে তাকিয়ে থাকবে গোটা দেশ। দেশের গণতন্ত্র যখন একটা সমস্যার মধ্যে দিয়ে চলেছে তখন আপনার উপরে মানুষের আশা অনেক।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটের পাল্টা টুইট করে মমতাকে ধন্যবাদ জানিয়েছেন দ্রৌপদী মুর্মু। তিনি লিখেছেন, ‘আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ দিদি। দেশের ঐতিহ্য রক্ষায় সবসময় কাজ করব।’

এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তাঁকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি টুইটে করে স্বাগত জানিয়েছেন, যারা দ্রৌপদী মুর্মুকে নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘দ্রৌপদী মুর্মুকে যেসব সাংসদ, বিধায়ক সমর্থন করেছেন তাঁদের ধন্যবাদ জানাই। একজন বিধায়ক ও মন্ত্রী হিসেবে উনি অন্যন্য ছিলেন। ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে উনি উল্লেখযোগ্য কাজ করেছেন। আশাকরি রাষ্ট্রপতি হিসেবে উনি আরও ভালো কাজ করবেন। দেশের দরিদ্র, জনজাতির মানুষের কাছে উনি এক আশার আলো।’

বিরোধী প্রার্থী যশবন্তকে হারিয়ে প্রার্থী হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। তৃতীয় রাউন্ডের শেষে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু পেয়েছেন ২১৬১টি ভোট এবং যশবন্ত সিনহা পেয়েছেন ১০৫৮টি ভোট। দ্রৌপদী মুর্মুর প্রাপ্ত ভোটের মূল্য ৫ লক্ষ ৭৭ হাজার ৭৭৭ এবং যশবন্ত সিনহার প্রাপ্ত ভোটের মূল্য ২ লক্ষ ৬১ হাজার ৬২। এদিন নয়া রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী তথা নির্বাচনে পরাজিত প্রার্থী যশবন্ত সিনহা।

আরও পড়ুন