1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

আমাকে বাঁচতে দিন, আমি মরে যাব! আদালত থেকে বেরনোর পথে আর্তনাদ পার্থ চট্টোপাধ্যায়ের

মৌসুমী

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৫:০৫ পিএম

আমাকে বাঁচতে দিন, আমি মরে যাব! আদালত থেকে বেরনোর পথে আর্তনাদ পার্থ চট্টোপাধ্যায়ের
আমাকে বাঁচতে দিন, আমি মরে যাব! আদালত থেকে বেরনোর পথে আর্তনাদ পার্থ চট্টোপাধ্যায়ের

এতদিন যে দাপট তার ছিল জেলে গিয়ে তার পুরোটাই ক্ষীণ হয়েছে। সেই প্রমাণই মিলল আজ আরও একবার। আলিপুর আদালতে গিয়ে এদিন কেঁদেই ভাসালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালতের কাছে তার আর্জি, "মরেই যাবো আমাকে বাঁচতে দিন"।

এসএসসি দুর্নীতি কাণ্ডে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিরাপত্তা জনিত কারণে তার ভার্চুয়াল শুনানির নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তিনি যাতে সশরীরে আদালতে উপস্থিত থাকতে পারেন সেই আবেদন জানিয়েছিলেন পার্থবাবুর আইনজীবী। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। কিন্তু এদিন ভার্চুয়াল সোনা নিতে অংশগ্রহণ করেননি পার্থ চট্টোপাধ্যায়। বরং সশরীর এই হাজিরা দিয়েছিলেন আলিপুর আদালতে।

এদিকে পার্থ চট্টোপাধ্যায় কে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে সিবিআই। এদিন শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, "২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায় কে ইডি গ্রেফতার করেছিল। কিন্তু এরপর আচমকা সিবিআই তাকে হেফাজতে চাইছে এটা একটা চক্রান্ত"।

এদিকে এই পুরো ঘটনার মাঝখানে আদালত থেকে বেরিয়ে আসার সময় আর্তনাদ করে চিৎকার করে ওঠেন পার্থবাবু। বলেন, "মরে যাব আমি মরে যাব আমাকে বাঁচতে দিন"। তিনি আরো বলতে থাকেন, "আমার কি ভূমিকা? এসএসসি আলাদা সংস্থা তারা সব তথ্য মুছে দিয়েছে। আর এখন আমাকে জেলে রাখতে এজেন্সি চক্রান্ত করছে।"

আরও পড়ুন