1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

D.El.Ed এর প্রশ্নপত্র ফাঁসের পেছনে কি ষড়যন্ত্র নাকি অন্য কিছু? সিআইডিকে তদন্তের নির্দেশ নবান্নের, দ্রুত তলব রিপোর্ট

মৌসুমী

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ০৬:৪৪ পিএম

D.El.Ed এর প্রশ্নপত্র ফাঁসের পেছনে কি ষড়যন্ত্র নাকি অন্য কিছু? সিআইডিকে তদন্তের নির্দেশ নবান্নের, দ্রুত তলব রিপোর্ট
D.El.Ed এর প্রশ্নপত্র ফাঁসের পেছনে কি ষড়যন্ত্র নাকি অন্য কিছু? সিআইডিকে তদন্তের নির্দেশ নবান্নের, দ্রুত তলব রিপোর্ট

সোমবার d.el.ed এর পরীক্ষার সোয়া এক ঘন্টার মধ্যে ফাঁস হয়ে গিয়েছিল প্রশ্নপত্র।  এই নিয়ে উত্তাল হয়েছে রাজ্য। এবার এই বিষয়ে সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিল নবান্ন। ইতিমধ্যেই দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার d.el.ed এর পরীক্ষা ছিল। অভিযোগ ওঠে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা ১৫ মিনিটের মধ্যেই ফাঁস হয়ে গিয়েছে প্রশ্নপত্র। এরপরেই প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি গৌতম পাল দাবি করেন, এই কাণ্ডের পিছনে কোন ষড়যন্ত্র রয়েছে। এবার এই বিষয়েই আদৌ কোন ষড়যন্ত্র রয়েছে কিনা তার পর্দা ফাঁস করতে সিআইডির উপর তদন্তভার দিল নবান্ন।

গতকাল পরীক্ষার পর পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে পরীক্ষার প্রস্তুতি চলছে। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়নি। যারা প্রশ্ন তৈরি করছে গোপনীয়তা তাদেরও দায়িত্ব। এটা প্রশ্নপত্র ফাঁস নয়ক, পর্ষদের-সরকারের সম্মানহানির চেষ্টা। আদৌ সত্যি সম্মানহানের চেষ্টায় এই কাজ কেউ ইচ্ছাকৃতভাবে করল কিনা সে বিষয়ে এবার জানতে চাই রাজ্য সরকার। তাই তদন্তভার তুলে দেওয়া হল সিআইডি-র হাতে।

D.el.ed কলেজ গুলিতে ভর্তির করানোর জন্য বিপুল পরিমাণে টাকা নেওয়া হতো বলে অভিযোগ উঠেছিল প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। এরপর তদন্তি নেমে d.el.ed কলেজে বেনিয়মের হদিসও পেয়েছিলেন তদন্তকারী সংস্থা। এরপর ফের প্রশ্নপত্রভাসের অভিযোগ উঠল। তাই স্বচ্ছতা বজায় রাখতে তড়িঘড়ি সিআইডি তদন্তের নির্দেশ দিল নবান্ন।

আরও পড়ুন