1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

হতাশ লাগে, প্রতিভা থাকা সত্ত্বেও ১০০ কোটি রোজগার করতে পারলাম না! টাকা উদ্ধার নিয়ে কটাক্ষ মিঠুনের

মৌসুমী

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৪:৫১ পিএম

হতাশ লাগে, প্রতিভা থাকা সত্ত্বেও ১০০ কোটি রোজগার করতে পারলাম না! টাকা উদ্ধার নিয়ে কটাক্ষ মিঠুনের
হতাশ লাগে, প্রতিভা থাকা সত্ত্বেও ১০০ কোটি রোজগার করতে পারলাম না! টাকা উদ্ধার নিয়ে কটাক্ষ মিঠুনের

একাধিক কর্মসূচি নিয়ে তিন দিনের কলকাতা সফরে এসেছেন মিঠুন চক্রবর্তী। এদিন কলকাতায় এসেই সাংবাদিক সম্মেলন করেন তিনি। এখন তৃণমূলের বিরোধিতা করলেও কেন তৃণমূলের টিকিটের ভোটে দাঁড়িয়েছিলেন সে বিষয়েও স্পষ্ট করেন মিঠুন।

২০১৪ সালে তৃণমূলের টিকিটের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এর ঠিক দু‍‍`বছর পরেই ডিসেম্বর মাসে সাংসদ পদ থেকেই ইস্তফা দেন তিনি। যোগ দেন বিজেপিতে। এরপর বিরতি শিবির কে আক্রমণ করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নমনীয় মনোভাব দেখিয়েছেন অনেক অংশেই। এদিনও তিনি ফের একবার বলেন মুখ্যমন্ত্রী তাকে সংশোধ হওয়ার জন্য অনুরোধ করেছিলেন তাই তিনি ভোটে দাঁড়িয়ে ছিলেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আগেও একবার সাংসদ হওয়ার জন্য অনুরোধ করেছিলেন তখন আমি না বলেছিলাম। তাই দ্বিতীয়বার ও নিজেদের দুঃখ না পান তাই আর না বলতে চাইনি"।

এদিকে রাজ্যে যেভাবে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, তা নিয়েও এদিন কটাক্ষ করে মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, "আমি হতাশ এত টাকা আয় করতে পারলাম না। অভিনেতা হিসেবে আমার প্রতিভা থাকা সত্ত্বেও ১০০ কোটি টাকা রোজগার করতে পারলাম না"।

আরও পড়ুন