বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ কিছুদিন আগেই ভবানীপুর এলাকায় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে জোড়া খুনে চাঞ্চল্য পড়ে গিয়েছিল। প্রশ্ন উঠেছিল সেসময়ও নিরাপত্তা নিয়ে। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাঁচিল টপকে ভিতরে এক অজ্ঞাত পরিচয় যুবক প্রবেশ করল। তাও সকলের চোখ এড়িয়ে। এখানেই শেষ নয়, সকলের চোখে ধুলো দিয়ে, সারারাত বাড়ির ভিতরে লুকিয়েও রইল সে।
পরে অবশ্য নিরাপত্তারক্ষীদের নজরে পড়ায়, হইচই পড়ে যায়। ইতিমধ্যেই ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিকে, এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, ওই যুবক মুখ্যমন্ত্রীর গাড়ি রাখার জায়গায় পৌঁছে দিয়েছিল। এদিকে এনিয়ে রবিবার সকাল থেকে কয়েক দফায় বৈঠক করেছেন শীর্ষ পুলিশ আধিকারিকরা।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কীভাবে মুখ্যমন্ত্রীর কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও এমন ঘটনা ঘটল? বিশেষ করে রাজ্যের প্রশাসনিক প্রধান হওয়ার সুবাদে জেড ক্যাটাগরির নিরাপত্তা পান তিনি। সেই নিরাপত্তা বলয় পেরিয়ে কীভাবে এক অপরিচিত যুবক সারারাত মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করে লুকিয়ে থাকতে সক্ষম হল? এই প্রশ্নই ভাবাচ্ছে। এদিকে, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করছে কালীঘাট থানার পুলিশ। এই ঘটনার পর এনিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার, ডিজি, ডিসি সাউথ- সহ অন্যান্য আধিকারিকরা। পুরো বিষয়টা খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা।
জানা গিয়েছে, কড়া সুরক্ষা ব্যবস্থা ডিঙিয়ে আনুমানিক শনিবার রাত ১ টার পর ওই ব্যক্তি পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে ঢুকে পড়ে। সারারাত বাড়ির ভিতরে থাকার পর নিরাপত্তারক্ষীদের নজরে পড়েন তিন। কারও নির্দেশে সে ওই কাজ করেছিল নাকি, তা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি ওই ব্যক্তির মানসিক স্বাস্থ্যও খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :