ফের কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই জানিয়েছিলেন সোমবার নিয়োগপত্র দেওয়া হবে চাকরিপ্রার্থীদের। সেই মতো এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কারিগরি শিক্ষার কোর্সে সফল হয়েছেন এমন ১০ হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে বলে জানালেন তিনি। একই সঙ্গে এবার বিভিন্ন জেলা থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের হাতে শীঘ্রই নিয়োগপত্র দেওয়া হবে বলেও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উৎকর্ষ বাংলা প্রকল্পে যারা কারিগরি শিক্ষা নিয়েছিলেন সেই রকম ১০ হাজার ছেলেমেয়েকে এদিন নিয়োগপত্র তুলে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন আইটিআইয়ের কারিগরি শিক্ষায় যারা সর্বভারতীয় স্তরে সাফল্য লাভ করেছে তাদেরকেও ট্রফি তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "গোটা ভারতের বিভিন্ন ক্ষেত্রে ২১ জন আইটিআই পড়ুয়া শীর্ষস্থান অধিকার করেছে। এদের মধ্যে ৯ জনই বাংলার। এই রাজ্যে যারা প্রযুক্তি ক্ষেত্রে রয়েছেন তাদের গর্ব করা উচিত এই বিষয়ে। এজন্য আমরা সে সমস্ত শিক্ষক পড়ুয়াদের শুভকামনা জানাচ্ছি। এদের উৎসাহ দিলে তারা বাংলার সব ট্রেডেই শীর্ষস্থান দখল করবে বলে আমার বিশ্বাস"।
এরপরেই নিয়োগপত্র দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী জানান, উৎকর্ষ বাংলা থেকে কয়েক হাজার ছেলে মেয়েকে চাকরির নিয়োগ দেওয়া হচ্ছে। ই-মেইল মারফত নিয়োগপত্র যাওয়ার কাজ শুরু হবে আজ থেকেই। তিন দিনের মধ্যে সবাই নিয়োগপত্র পেয়ে যাবে।"
অন্যদিকে কন্যাশ্রীতে সারা পৃথিবীতে ইউনাইটেড নেশনের পুরস্কার পেয়েছে রাজ্য। এক্ষেত্রেও গর্বিত বলে জানান মুখ্যমন্ত্রী। আগামী ২৩ শে মার্চ বার্লিনে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচারাল ডেস্টিনেশন হিসেবে মর্যাদা গ্রহণ করার জন্য।
আপনার মতামত লিখুন :