বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের ১০৮ পুরভোটের মধ্যে আজ ১০৭ পুরসভার ফল ঘোষণা হল। ১০৮ টি পুরসভায় ভোট হলেও আজ গণনা হয় ১০৭ পুরসভায়। দিনহাটা আগেই চলে গিয়েছে শাসকদল তৃণমূলের দখলে। দিনহাটার ১৬ টি ওয়ার্ডের মধ্যে ১৩ টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল। কাজেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পুরসভাও দখল করল তৃণমূল।
কাজেই রাজ্যের ১০৮ পুরসভার ভোটেও সবুজ ঝড় অব্যাহত। এদিন ভোটের ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো বলেন, ‘মানুষের আশীর্বাদ’। এরপরই এদিনই তিনি উত্তরপ্রদেশ রওনা দিলেন। এদিন দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছে। এবার GTA নির্বাচনও করিয়ে দেব’।
রাজ্যে ১০৮ পুরসভার মধ্যে ১০০ পার করেছে রাজ্যের শাসকদল। ১০২ পুরসভাই গেছে তৃণমূলের দখলে। একটিতে জয়ী হয়েছে বামেরা আর একটিতে জিতেছে অন্যান্যরা। ৩ টি পুরসভা ত্রিশঙ্কু। এদিকে এই ১০৮ পুরসভার ভোটে বিভিন্ন জায়গা থেকে অশান্তি খবর এসেছিল। কোথাও ছাপ্পা ভোট, কোথাও ভোট লুঠের অভিযোগ তো কোথাও সন্ত্রাসের অভিযোগ এসেছিল রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। এইসব অভিযোগের ভিত্তিতে ভোটের পরের দিন, সোমবার বাংলায় ১২ ঘণ্টার বনধও পালন করেছে বিজেপি। পুনরায় ভোটের দাবি জানিয়েছিল। একই দাবি জানিয়েছিলেন রাজ্যপালও। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ভোটে অশান্তি নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। ৭-৮ বুথে গণ্ডগোল হয়েছে। সেই গণ্ডগোল বড় করে দেখানো হচ্ছে। মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছে।’
তিনি আরও বলেন যে, ‘বাংলার মানুষ আমায় আশীর্বাদ করেছেন, ভালোবাসা দিয়েছেন। তাঁদের ধন্যবাদ জানাই। আমরা যেন আরও ভদ্র-নম্র-শান্ত হই। দার্জিলিংয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হওয়ার আমি খুশি। এবার GTA নির্বাচনও করিয়ে দেব।’
উল্লেখ্য, উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে শেষ দু’দফার ভোটের আগে সমাজবাদী পার্টির হয়ে প্রচার করবেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই উদ্দেশ্যেই এদিন কলকাতা থেকে মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আপনার মতামত লিখুন :