বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ফের দুর্নীতি রোধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি হলে, কাউকে আর রেয়াত করা নয়। এমনই বার্তা দিলেন মমতা বন্দ্যয়াপধ্যায়। এদিন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী বলেন, ‘বেআইনি বালি খাদান, গাছ কাটা, দুর্নীতিতে রং দেখার দরকার নেই। সঠিক তথ্য পেলে ব্যবস্থা নিন। আমাদের থেকে কেউ বাধা দেবে না। বড় নেতাও দুর্নীতি করলে ব্যবস্থা নিন। এই দলটা মানুষের দল। এসব হবে না। প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
এভাবেই এদিন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আইজি- ডিআইজিদের কড়া নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন যে, আইজি- ডিআইজিদের থানায় যেতে হবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে, ‘অনেক সময় মিথ্যে এফ আই আর হয়। কোনটা সঠিক, কোনটা ঠিক নয়, সেটা যাচাই করতে হবে। চার্জশিট সময়ে দিতে হবে। চার্জশিটে ঠিকঠাক ধারা দিতে হবে।’
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘মানুষের আস্থা অর্জন করতে হবে। যাতে নির্ভয়ে মানুষ থানায় গিয়ে অভিযোগ জানাতে পারেন। কমিউনিটি পুলিশিংয়ে জোর দিতে হবে। অনেক আইসি তাঁবেদারি করছেন। নিয়মিত নাকা চেকিং চলবে।’ এর পাশাপাশি জেলাশাসক এবং পুলিশ সুপারদের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করার কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এখানেই শেষ নয়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আসল ঘটনা হলে রাজনৈতিক রং না দেখেই ব্যবস্থা নিয়েছি। সিপিএম এত অত্যাচার করেছে। কিন্তু, ক`জনকে আমরা গ্রেফতার করেছি? বিজেপির ক`জনকে গ্রেফতার করা হয়েছে? আমরা প্রতিহিংসাপরায়ণ নয়।এখানে বেশি গণতন্ত্র আছে বলে অভিযোগ দায়ের হয়। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশে অভিযোগ দায়ের করতে দেওয়া হয় না। আমাদের এখানে একটা ঘটনা ঘটলেই ব্যবস্থা নিই।’
অন্যদিকে, এদিন মুখ্যমন্ত্রী হাঁসখালির ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাঁসখালির ঘটনা কীভাবে ঘটল? হাঁসখালির ঘটনায় কেন খবর নেওয়া হয়নি? পুলিশের গাফিলতিতে কেন ভুগবে সরকার? পুলিশের কাছে এক বয়ান পরিবারের। সিবিআইকে অন্য বয়ান দিয়েছে পরিবার।’
এছাড়াও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করে বলেন, ‘আমরা ৯৭ হাজার কোটি টাকা পাই। খালি রাজ্যের উপর দোষ চাপানো হয়।’ উল্লেখ্য, এনিয়ে আগেও একাধিকবার সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। এদিন দুয়ারে সরকার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত দুয়ারে সরকার চলবে। আবার ৫ মে থেকে ২০ মে পাড়ায় সমাধান চলবে। তিনি জানিয়েছেন, এই সময়ে খুব জরুরি প্রয়োজন ছাড়া এই সময়ে সরকারি কর্মীদের ছুটি দেওয়া যাবে না।
আপনার মতামত লিখুন :