1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

নেতাজি জয়ন্তীতে, তাঁর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় এবং প্ল্যানিং কমিশন-সহ একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্রেয়ী সেন

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ০৪:৫০ পিএম

নেতাজি জয়ন্তীতে, তাঁর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় এবং প্ল্যানিং কমিশন-সহ একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর
নেতাজি জয়ন্তীতে, তাঁর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় এবং প্ল্যানিং কমিশন-সহ একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজির অবদান অবিস্মরণীয়। রবিবার রেড রোডে নেতাজি জয়ন্তীর সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ১২.১৫ মিনিটে সিরেনের সঙ্গেই শঙ্খ বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। এরপরেই নেতাজির মূর্তিতে মাল্যদান করেন তিনি। মুখ্যমন্ত্রীর পরে, নেতাজির মূর্তিতে মাল্যদান করেন নেতাজির পরিবারের সদস্যরাও। পরিবারের সদস্যদের মাল্যদান চলাকালীন মঞ্চে নেতাজির গান গাইতে শোনা যায়, সুগত বসু এবং তাঁর ভাইকে। 


আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি আধিকারিক, মন্ত্রী এবং রাজ্যের বিভিন্ন বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে জানান যে, ‘নেতাজি সুভাষ চন্দ্র বসু এক এবং অদ্বিতিয়, তিনি সারা পৃথিবীর এবং সারা দেশের জন্য।’


অন্যদিকে, তিনি আরও জানিয়েছেন যে, রাজ্য নেতাজির নামে জাতীয় বিশ্ববিদ্যালয় করছে। এছাড়াও চুঁচুড়াতে নেতাজির নামাঙ্কিত একটি স্পোর্টস বিশ্ববিদ্যালয় শুরু হচ্ছে যেখানে রাজ্য সরকার সাহায্য করবে। পাশাপাশি রাজ্য সরকার আজাদ হিন্দ ফৌজ মনুমেন্ট তৈরি করছে বলেও এদিন তিনি জানান। 

 


অন্যদিকে, তিনি জানিয়েছেন, বাংলায় প্ল্যানিং কমিশন গড়ে তোলা হবে। নেতাজি প্ল্যানিং কমিশনের পরিকল্পনা করেছিলেন, যা মোদী সরকার কেন্দ্রের ক্ষমতায় আসার পর তুলে দেয়। পরিবর্তে নীতি আয়োগ তৈরি করেছে তাঁরা। কেন্দ্রের সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে এদিন মুখ্যমন্ত্রী বলেন যে, বাংলায় প্ল্যানিং কমিশন করা হবে। এই সিদ্ধান্তকে লজ্জার বলেও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন