1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

‘যোগ্য ব্যক্তিরাই যেন ভর্তুকির টাকা পায়’, ভর্তুকি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আত্রেয়ী সেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৬:৫৪ পিএম

‘যোগ্য ব্যক্তিরাই যেন ভর্তুকির টাকা পায়’, ভর্তুকি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
‘যোগ্য ব্যক্তিরাই যেন ভর্তুকির টাকা পায়’, ভর্তুকি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ এদিন নেতাজি ইন্ডোরে স্টেডিয়ামে ছিল প্রশাসনিক বৈঠকে। আজকের এই বৈঠকে ভর্তুকি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভাষায় স্পষ্ট বলেন যে, ‘যোগ্য ব্যক্তিরাই যেন ভর্তুকির টাকা পায়।‘ এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, ‘সব সরকারি প্রকল্পের সুবিধা ও ভাতা যেন ১০ তারিখের মধ্যেই ভর্তুকির জন্য যোগ্য ব্যক্তিদের অ্যাকাউন্টে পৌঁছে যায়।’


আজ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করার জন্য আইএএস, আইপিএস-দের সঙ্গে নেতাজি ইন্ডোরে স্টেডিয়ামে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে বিভিন্ন বিষয়ে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সরকারি ভর্তুকির প্রসঙ্গ তুলে, তিনি জানান যে, অযথা ভর্তুকি নিয়ে কোনোরকম টালবাহানা করা যাবে না। তিনি বলেন, ‘বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ইত্যাদি এই মানবিক ভাতাগুলো অনেকটাই বাড়িয়েছে রাজ্য সরকার। যোগ্য লোকেরা ভাতা পাচ্ছেন কিনা সেটা খতিয়ে দেখতে হবে। এমন যেন না হয় যোগ্য লোকেরা পাচ্ছে না, এদিকে অযোগ্য লোকেরা পেয়ে গেল।’ এখানেই শেষ নয়। তাঁর আরও সংযোজন, ‘প্রত্যেক মাসের ভাতা যেন সেই মাসের ১০ তারিখের ভিতরেই অ্যাকাউন্টে ঢুকে যায়। নইলে তো লোকের কাজে লাগবে না।’ এই বিষয়টিও দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে। 


অন্যদিকে, আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, ১ কোটি ৫০ লক্ষ মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হয়েছে। উক্ত প্রকল্পে ৪ কোটি টাকারও বেশি অর্থ সাহায্য করা হয়েছে। তবে, কাজ নিয়ে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তাও স্পষ্ট করে দেন। এদিন রাজ্যের প্রশাসনিক কর্তাদের কাজের সমালোচনা করে,তিনি বলেন যে, ‘নিজের দফতরের কাজের খেয়াল রাখতে হবে। শুধু পয়সা দিলাম আর মেলা করলাম, সেটা হলে চলবে না। ওপরতলার অফিসাররা নীচের তলায় রিপোর্ট দেয়, কাজ হয়ে গিয়েছে। ওপরতলার অফিসাররা নীচের তলায় কাজ ঠেলে দেন। এটা চরম অবহেলার পরিচয়, এমনটা করা চলবে না।’

আরও পড়ুন