1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

খানিকটা স্বস্তি! তিন সপ্তাহ পর জ্ঞান ফিরলো মহেশতলার বহুতল থেকে পড়ে আহত শিশুকন্যার

মৌসুমী

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ০২:৪৬ পিএম

খানিকটা স্বস্তি! তিন সপ্তাহ পর জ্ঞান ফিরলো মহেশতলার বহুতল থেকে পড়ে আহত শিশুকন্যার
খানিকটা স্বস্তি! তিন সপ্তাহ পর জ্ঞান ফিরলো মহেশতলার বহুতল থেকে পড়ে আহত শিশুকন্যার

খানিকটা স্বস্তি মিললো পরিবারের। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে মহেশতলার বহুতল আবাসন থেকে পড়ে যাওয়ার নয় বছরের শিশুকন্যা অন্বেষা ঘোষ। প্রায় তিন সপ্তাহ পর জ্ঞান ফিরলো তার। অবস্থার খানিকটা উন্নতি হয়েছে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।

গত পয়লা ডিসেম্বর গৃহপ্রবেশের পুজোর সময় মহেশতলায় নিজেদের বহুতলের আবাসন থেকে পড়ে গিয়েছিল অন্বেষা। তারপর থেকে অচৈতন্য ছিল সে। বর্তমানে সিএমআরআই হাসপাতালের পেডিয়াটিক আইসিইউ তে ভর্তি রয়েছে শিশুটি। এদিন তার জ্ঞান ফিরেছে বলেই সূত্রের খবর।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার মাথা এবং পায়ে গুরুতর চোট রয়েছে। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সে। তার সম্পূর্ণ সুস্থ হতে কম করে এক বছর সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখন পরিবারের সদস্যদের চিনতে পারছে অন্বেষা। একটু আধটু কথাও বলতে পারছে।

প্রসঙ্গত, বাড়ির সকলের অলক্ষেই গৃহপ্রবেশের দিন বহুতল থেকে পড়ে গিয়ে আহত হয় নয় বছরের শিশুকন্যা। গুরুতর অবস্থায় সিএমআরআই হাসপাতালে চিকিৎসাধীন সে। এই পরিস্থিতিতে ওই নাবালিকার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের নির্দেশ একটি প্রতিনিধি দল শিশুর পরিবারের সঙ্গে দেখা করে। মহেশতলা টাউন তৃণমূল সভাপতি অভিজিৎ মুখোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধিরা কথা বলেন শিশুর বাবা-মায়ের সঙ্গে। একইসঙ্গে জানান, আহত বাচ্চাটির যাবতীয় চিকিৎসার খরচ বহন করবেন খোদ সাংসদ।

আরও পড়ুন