1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

ফের সাফল্য কলকাতা পুলিশের STF শাখার! মধ্যপ্রদেশ থেকে ISIS জঙ্গি সন্দেহে ধৃত ১

মৌসুমী

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩, ০১:৫১ পিএম

ফের সাফল্য কলকাতা পুলিশের STF শাখার! মধ্যপ্রদেশ থেকে ISIS জঙ্গি সন্দেহে ধৃত ১
ফের সাফল্য কলকাতা পুলিশের STF শাখার! মধ্যপ্রদেশ থেকে ISIS জঙ্গি সন্দেহে ধৃত ১

ফের সাফল্য কলকাতা পুলিশের এস টি এফ শাখার। মধ্যপ্রদেশ থেকে আরও এক সন্দেহভাজন ISIS জঙ্গিকে পাকড়াও করল কলকাতা পুলিশের এসটিএফ শাখা।

গত শুক্রবার দ্বিতীয় হুগলি সেতু থেকে আইএস জঙ্গি সন্দেহে মহম্মদ সাদ্দাম ও সৈয়দ আহমেদকে গ্রেপ্তার করে এসটিএফ। বর্তমানে তারা পুলিশ হেপাজতে রয়েছে। তাদেরকে জেরা করেই এই কুরেশির খোঁজ পায় তদন্তকারী দল। এসটিএফ সূত্রের খবর হাওড়া থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া মহম্মদ সাদ্দামের গুরু হল এই কুরেশি।

কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসের আগে বড় নাশকতা করার পরিকল্পনা করেছিল এই জঙ্গিরা। এই কুরেশি দেশের আইএস সংগঠনের অন্যতম মাথা। তাঁকে হাতে পাওয়া গিয়েছে। মঙ্গলবারই ধৃত কুরেশিকে কলকাতায় আনা হতে পারে। বুধবার তোলা হবে আদালতে। এরপরে এই জঙ্গি যোগের মাঝে সংযোগকারী হিসেবে কারা কাজ করতেন তাদের খোঁজে নামবে কলকাতা পুলিশের তদন্তকারী দল।

পুলিশ সূত্রে আরও খবর, দেশের বিভিন্ন দফতরেও তাদের অপারেশন চালানোর পরিকল্পনা ছিল তাদের।বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে পড়াশোনাও করেছিল। এমনকী নিজের টাকাতেই অস্ত্র কেনার পরিকল্পনা করে সাদ্দাম। আর সবটাই হয়েছিল কুরেশির নির্দেশে। এদিকে, জেরার মুখে  গোয়েন্দারা জানতে পেরেছেন, সাদ্দাম প্রায়ই উত্তর ভারতে যেতেন। তাঁর সংগঠনের বৈঠক হতো সেখানে। কার সঙ্গে তিনি বৈঠক করতেন তা নিয়ে ধোঁয়াশা ছিল।

আরও পড়ুন