1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

মিলল সবুজ সংকেত! কবে থেকে চালু হচ্ছে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা? জানালো রেল

মৌসুমী

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২, ০৩:০০ পিএম

মিলল সবুজ সংকেত! কবে থেকে চালু হচ্ছে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা? জানালো রেল
মিলল সবুজ সংকেত! কবে থেকে চালু হচ্ছে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা? জানালো রেল

এমনি শহরের লাইফ লাইন মেট্রো। এবার আরও এক রুটের মেট্রো পরিষেবা চালু হতে চলেছে। এবার রেলওয়ে সেফটি কমিশন সবুজ সংকেত দিল যোগা তারাতলা মেট্রো পরিষেবা চালুর ক্ষেত্রে। জানা গিয়েছে আগামী তিন মাসের মধ্যেই চালু হবে এই রুটের মেট্রো পরিষেবা।

ইতিমধ্যেই রেলওয়ে সেফটি কমিশনার আব্দুল লতিফ খান যোগা তারাতলা মেট্রো পরিষেবার যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখেছেন। প্লাটফর্ম, রেলপথ,মেট্রো স্টেশন, কন্ট্রোল প্যানেল সহ যাবতীয় পরিকাঠামোর ১০ নভেম্বর খতিয়ে দেখেন রেলওয়ে সেফটি কমিশনার। এরপরেই ওই রুটে মেট্রো পরিষেবার ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে।

চলতি বছর ১৫ সেপ্টেম্বর প্রথম বার জোকা তারাতলা মেট্রোর মহড়া দৌড় হয়েছিল। ওই রুটে মোট ছটি স্টেশন নেই প্রথম পর্যায়ে পরিষেবা শুরু হবে। জানা গিয়েছে জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা এই ছটি স্টেশনে আপাতত চলবে মেট্রো।

পার্পল লাইন মেট্রো বা কলকাতা মেট্রো লাইন থ্রি মানে দক্ষিণে ডায়মন্ড পার্ক থেকে উত্তরে এসপ্ল্যানেড পর্যন্ত রুট। যার মোট যাত্রাপথের দৈর্ঘ্য ১৫ কিলোমিটারের একটু বেশি। সেই রুটেরই অন্তর্গত জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো। যার চূড়ান্ত ছাড়পত্র মিলে গিয়েছে। মেট্রো চলাচল শুরু হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো যাত্রাপথের দৈর্ঘ্য প্রায় ৭ কিলোমিটার।  খুব স্বাভাবিকভাবেই জোকা-তারাতলা মেট্রো চলাচল শুরু হলে যাতায়াতের ক্ষেত্রে অনেকখানি সুবিধা হবে বেহালার মানুষের পাশাপাশি অন্যান্য নিত্যযাত্রীদেরও।

আরও পড়ুন