২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রাকটিক্যাল পরীক্ষা কবে থেকে শুরু হবে সে বিষয়ে দিনক্ষণ প্রকাশ করলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ। দিনক্ষণ জানানোর পাশাপাশি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে নিয়মাবলীও। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই প্রকাশ করা হয়েছে এই নিয়মাবলী।
সংসদের জারি করা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের ৫ তারিখ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে। এরপর ২০২৩ সালের ২ থেকে ১০ জানুয়ারির মধ্যে স্কুল কর্তৃপক্ষকে পড়ুয়াদের প্র্যাকটিক্যালের নম্বর জমা দিতে হবে আঞ্চলিক দপ্তরে।
এছাড়াও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,প্র্যাকটিক্যাল পরীক্ষার উত্তরপত্র সংসদে জমা দিতে হবে না। সেগুলোকে নির্দিষ্ট নিয়ম মেনে সংরক্ষণ করে রাখতে হবে বলে জানানো হয়েছে। উত্তরপত্র এবং নম্বর জমা দেওয়া এবং পরীক্ষা চলাকালীন পরিচালনা করা এই সমস্ত বিষয়ে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। জানানো হয়েছে ২৩ নভেম্বর থেকেই স্কুলগুলিতে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হবে।
আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে। চলবে ২৭ মার্চ পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে। প্রশ্ন পত্র পড়া ও উত্তর লেখার জন্য সবমিলিয়ে ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় পাবেন পড়ুয়ারা। তবে স্বাস্থ্য ও শারীরশিক্ষা, ভিজুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে ২ ঘণ্টার।
এ বছর নিজের স্কুলে উচ্চ মাধ্যমিক দিয়েছেন পরীক্ষার্থীরা। সামনের বছর থেকে হোম ভেন্যুতে পরীক্ষা আর হবে না। আগে যেমন অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হত, সেই পদ্ধতি মানা হবে সামনের বছরের পরীক্ষায়। আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :