বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় জয়ী হয়েছেন। কিন্তু এবার বাবুল সুপ্রিয়র বিধায়ক পদে শপথ ঘিরে নতুন করে জটিলতা তৈরি হল। সাধারণভাবে কোনও বিধায়ককে শপথবাক্য পাঠ করানোর জন্য রাজ্যপাল বিধানসভার অধ্যক্ষকে অধিকার দিয়ে থাকেন। অতীতে চোখ ফেরালেও দেখা যাবে যে, বিধায়কদের শপথ বাক্য সবসময় বিধানসভার অধ্যক্ষই পাঠ করান।
কিন্তু বর্তমানে রাজ্যপাল জগদীপ ধনখড়ের আমলে এর আগেও বিধায়কদের শপথবাক্য পাঠ করানো নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল। এবারও বাবুল সুপ্রিয়কে বিধায়ক পদে শপথবাক্য পাঠ করানোর ক্ষেত্রেও ফের জটিলতার সৃষ্টি হয়েছে।
বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করানোর জন্যও রাজভবনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল রাজ্য বিধানসভার পক্ষ থেকে। সেই জন্যই ফাইলও পাঠানো হয়েছিল রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে। কিন্তু জানা গিয়েছে, সেই ফাইল ফেরত পাঠানো হয়েছে। উল্টে বিধানসভার সচিবকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল।
সূত্রের খবর, রাজ্যপালের বেশ কিছু প্রশ্ন রয়েছে। বিধানসভা সংক্রান্ত যা যা প্রশ্ন করেছেন তিনি, সেই সমস্ত প্রশ্নের উত্তর সচিব দিলে, তারপরই ফাইলে স্বাক্ষর করবেন বা বিষয়টি নিয়ে ভাববেন বলেই জানিয়েছেন রাজ্যপাল।
যদিও রাজ্য বিধানসভার সূত্র বলছে, রাজ্যপালের যা যা প্রশ্ন রয়েছে, সেইসব প্রশ্নের জবাব ইতিমধ্যেই দেওয়া হয়েছে। কোনও প্রশ্নের উত্তর বাকি নেই।
উল্লেখ্য, এর আগেও খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক পদে শপথ গ্রহণ ঘিরেও জটিলতার সৃষ্টি হয়েছিল। সেই সময়ও শপথবাক্য কে পাঠ করাবেন সেই নিয়ে জটিলতা দেখা দেয়। বিধানসভার স্পিকার না রাজ্যপাল জগদীপ ধনখড়? সেই নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল। এবারও সেই একই ঘটনা। তাই বালিগঞ্জ উপনির্বাচনে জিতে বিধায়ক হিসেবে নির্বাচিত হলেও, কবে বিধানসভায় শপথ নিতে পারবেন বিধায়ক হিসেবে বাবুল সুপ্রিয় তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
আপনার মতামত লিখুন :