1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

একটি করে মামলায় জামিন পেলেন রোজভ্যালির গৌতম কুণ্ডু ও সারদা কর্তা সুদীপ্ত সেন

আত্রেয়ী সেন

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২, ১০:৩১ পিএম

একটি করে মামলায় জামিন পেলেন রোজভ্যালির গৌতম কুণ্ডু ও সারদা কর্তা সুদীপ্ত সেন
একটি করে মামলায় জামিন পেলেন রোজভ্যালির গৌতম কুণ্ডু ও সারদা কর্তা সুদীপ্ত সেন

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সাজার একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। সেই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও জেলে রয়েছেন সারদা কর্তা সুদীপ্ত সেন এবং রোজভ্যালির কর্তা গৌতম কুণ্ডু। এমনটাই তাঁরা আদালতে জানিয়েছিলেন। এবার সেই আবেদনে সাড়া দিলেন বিচারক। বুধবার জেল হেফাজত থেকে মুক্তি পেলেন সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডু। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলায় সারদা কর্তা সুদীপ্ত সেন ও রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর আবেদন মঞ্জুর করেন বুধবার বিশেষ আদালতের বিচারক সৈয়দ মাসুদ হোসেন। যদিও অন্যান্য মামলার তদন্তের কারণে এখনই তাঁদের জেল থেকে মুক্তি মিলছে না। 

জানা গিয়েছে, সম্প্রতি সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডুর আইনজীবী বিপ্লব গোস্বামী আদালতে আবেদন জানিয়েছিলেন, ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং আইনের ধারায় সর্বোচ্চ সাজা সাত বছর। কিন্তু সুদীপ্ত সেন ও গৌতম কুণ্ডু সাত বছরের বেশি সময় জেল হেফাজতে রয়েছেন। তাই তাঁদের মুক্তি দেওয়া হোক।’ এদিন সেই আবেদনের শুনানি হয়। 

এদিকে, তদন্তকারী সংস্থার আইনজীবী অভিজিৎ ভদ্র বলেন, ‘দুজনেই অত্যন্ত প্রভাবশালী। দুটি ক্ষেত্রেই মামলার তদন্ত চলছে। নতুন নতুন তথ্য সামনে উঠে আসছে। এই সময়ে এই মামলা থেকে মুক্তি দেওয়া ঠিক হবে না।’ তবে, দু’পক্ষের বক্তব্য শোনার পর, বিচারক ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে দু‍‍`জনকে মুক্তি দেন। তবে এই দু’জনের বিরুদ্ধেই একাধিক মামলা চলছে। সেই মামলার একটি থেকে এদিন মুক্তি মেলে। ফলে বাকি মামলা চলার কারণে এখনই জেল থেকে তাঁরা বেরোতে পারবেন না। 

প্রসঙ্গত ২০১৩ সালের ২৩ এপ্রিল কাশ্মীরের সোনমার্গ থেকে সুদীপ্ত সেনকে গ্রেফতার করা হয়। সুদীপ্ত সেন ছাড়াও গ্রেফতার করা হয় তাঁর সঙ্গী দেবযানী মুখোপাধ্যায়কে। সেই থেকেই বিচারাধীন এই মামলা। আর ২০১৫ সালে রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার হন গৌতম কুণ্ডু। ২৫ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়। 

 

 

আরও পড়ুন