বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ রাজ্য মন্ত্রিসভার রদবদল হল। বেশ কিছু নতুন মুখ রাজ্য মন্ত্রিসভার সদস্য হলেন। ইতিমধ্যেই হয়ে গিয়েছে শপথগ্রহণ অনুষ্ঠানের আগেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতায় পরিবহণ দফতরের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এদিন তাঁকে বলতে শোনা গেল যে, ‘আমি থাকি বা না থাকি, এই পৃথিবী চলবে। কলকাতা চলবে।’ ফিরহাদের এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয়ে যায়। প্রশ্ন উঠতে শুরু করে যে, কেন এমন মন্তব্য করলেন তিনি?
উল্লেখ্য, এদিন পরিবহণ দফতরের উদ্যোগে কলকাতায় ১১৮০ টি ই-বাস চলবে। বুধবার টাটার সঙ্গে সেই বাসেরই চুক্তি স্বাক্ষর করেন পরিবহণ মন্ত্রী। সেই অনুষ্ঠানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁকে বলতে শোনা যায় যে, ‘আমি পৃথিবীতে থাকি না থাকি, পৃথিবী চলবে, কলকাতা চলবে।’ এখানেই শেষ নয়, ফিরহাদ আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী চান রাজ্যের সর্বত্র আরটিও হোক। সেই কাজ আমি সচিবদের দিয়ে যাচ্ছি।’
এদিকে, তাঁর এই মন্তব্যের পরেই শুরু হয় জল্পনা। তাহলে কি পরিবহণ দফতরের মন্ত্রিত্বের দায়িত্ব থেকে তিনি সরে যাচ্ছেন। এই প্রশ্ন এবং পরে মন্ত্রিসভার রদবদলের প্রশ্নের ফিরহাদ বলেন, ‘এর সঙ্গে মন্ত্রিসভার কোনও সম্পর্ক নেই। আমার ৬৪ বছর বয়স হয়ে গেল। সেই জন্যই বললাম।’
উল্লেখ্য, এই মুহূর্তে ফিরহাদ হাকিমের একার উপরেই একাধিক দায়িত্ব রয়েছে। তিনি কলকাতার মেয়র। আবার তিনি রাজ্যের পরিবহণ, পুর ও নগরোন্নয়ন এবং আবাসন মন্ত্রী। এখানেই শেষ নয়, তিনি দলের অন্দরেও একাধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আপনার মতামত লিখুন :