সাত সকালে ভয়াবহ আগুন চেতলা রোডের এক বস্তিতে। আগুনের জেরে আহত হয়েছেন এক পরিবারের দুই শিশুসহ এক দম্পতি। আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে।
স্থানীয় সূত্রে খবর এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ চেতলা হাট রোডের বস্তির একটি বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। এরপর দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে এলাকা গেঞ্জি হওয়ায় আগুন নেভাতে প্রথমদিকে বেগ পেতে হয় দমকলকে।
অগ্নিকাণ্ডের ফলে ওই ঘরে থাকা দম্পতি অরুণ মণ্ডল এবং তাঁর স্ত্রী পদ্ম মণ্ডল এবং তাদের পাঁচ বছর ও দেড় বছরের দুই সন্তান গুরুতর জখম হয়েছেন। তাদেরকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন তারা।
প্রাথমিক তদন্তে অনুমান গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগেছে। তবে পুরোপুরি তদন্তের পর আগুনের আসল উৎস জানা যাবে। এদিকে দমকলের তরফের দুটি ইঞ্জিন পাঠানো হলেও একটি ইঞ্জিনের তৎপরতাতেই আগুন নেভানো সম্ভব হয়েছে।
আপনার মতামত লিখুন :